BJP Candidate List: সরলেন দিলীপ, ব্যারাকপুরে অর্জুনই, ১৯ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Mar 24, 2024 | 10:47 PM

Bengal BJP Candidate: প্রত্যাশিতভাবে তমলুকে প্রার্থী হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাপস রায় পেলেন কলকাতা উত্তরের টিকিট। অর্জুন পেলেন ব্যারাকপুরে, রাজমাতা অমৃতা রায় কৃষ্ণনগরের প্রার্থী। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করল বিজেপি।

BJP Candidate List: সরলেন দিলীপ, ব্যারাকপুরে অর্জুনই, ১৯ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা
প্রার্থী তালিকা বিজেপির।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ১৯টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জল্পনা মতই সরতে হল দিলীপ ঘোষকে। তিনি মেদিনীপুরের বদলে লড়বেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। ব্য়ারাকপুরে প্রার্থী অর্জুন সিং। কলকাতা উত্তরে তাপস রায়। তবে এই পর্বেও বিজেপি প্রার্থী দেয়নি ডায়মন্ড হারবার কেন্দ্রে। বাকি আসানসোল, ঝাড়গ্রাম, বীরভূম কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণাও। বিজেপির এই তালিকায় রয়েছে আরেক চমক। সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র এবার বসিরহাটের প্রার্থী হয়েছেন।

আজ ১৯ প্রার্থীর নাম ঘোষণা, তালিকা এক নজরে

জলপাইগুড়ি জয়ন্ত রায়

দার্জিলিং রাজু বিস্তা

রায়গঞ্জ কার্তিক পাল

জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ

কৃষ্ণনগর রাজমাতা অমৃতা রায়

ব্যারাকপুর অর্জুন সিং

দমদম শীলভদ্র দত্ত

বারাসত স্বপন মজুমদার

বসিরহাট রেখা পাত্র

মথুরাপুর অশোক পুরকাইত

কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী

কলকাতা উত্তর তাপস রায়

উলুবেড়িয়া অরুণ উদয় পাল

শ্রীরামপুর কবীরশঙ্কর বোস

আরামবাগ অরূপকান্তি দিগর

তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

মেদিনীপুর অগ্নিমিত্রা পল

বর্ধমান পূর্ব অসীমকুমার সরকার

বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ

এর আগে ২ মার্চ বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে। বাংলার ২০ আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। যদিও আসানসোলের প্রার্থী পরদিন জানান তিনি লড়ছেন না। 

২ মার্চ ঘোষিত তালিকা

যাদবপুর অনির্বাণ গঙ্গোপাধ্যায়

জয়নগর অশোক কাণ্ডারী

কোচবিহার নিশিথ প্রামাণিক

আলিপুরদুয়ার মনোজ টিগ্গা

বালুরঘাট সুকান্ত মজুমদার

মালদহ উত্তরে খগেন মুর্মু

মালদহ দক্ষিণ শ্রীরূপা মিত্র চৌধুরী

বনগাঁ শান্তনু ঠাকুর

হুগলি লকেট চট্টোপাধ্যায়

বাঁকুড়া সুভাষ সরকার

বিষ্ণুপুর সৌমিত্র খান

পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো

বোলপুর পিয়া সাহা

হাওড়া রথীন চক্রবর্তী

রানাঘাট জগন্নাথ সরকার

মুর্শিদাবাদ গৌরিশঙ্কর ঘোষ

বহরমপুরে নির্মল কুমার সাহা

ঘাটাল হিরণ

কাঁথি সৌমেন্দু অধিকারী

আসানসোল পবন সিং (যদিও এ কেন্দ্রে লড়বেন না বলে জানান তিনি)

Next Article