BJP Bikash Bhawan Chalo: SSC-র দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান বিজেপির, নেতৃত্বে তেজস্বী সূর্য

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 26, 2022 | 3:04 PM

BJP: এদিন বেলা ২টোয় করুণাময়ী সল্টলেক থেকে বিজেপির যুব মোর্চার এই মিছিল বিকাশ ভবনের দিকে যাবে।

BJP Bikash Bhawan Chalo: SSC-র দ্রুত নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান বিজেপির, নেতৃত্বে তেজস্বী সূর্য
কলকাতায় তেজস্বী সূর্য। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে মঙ্গলবার পথে নামছে রাজ্য বিজেপি (BJP)। এদিন বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযান রয়েছে। দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবি তুলে এদিন বিকাশ ভবনে যাবেন বিজেপির যুবরা। এই মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় যুব সভাপতি তেজস্বী সূর্য। অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে চাকরি প্রার্থীদের একাংশেরও। এদিকে সূত্রের খবর, এই মিছিলের পুলিশি অনুমতি দেওয়া হয়নি। যেহেতু মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই কোনওরকম কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। ফলে পুলিশি বাধা এলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্প্রতি শিক্ষাক্ষেত্রে নিয়োগ ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য। এসএসসি, টেট, এসএলএসটি-সহ বিভিন্ন নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সরকারকে। অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠেছে। স্বজনপোষণ কিংবা অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে প্রচুর। পরিস্থিতি এতটাই জটিল যে কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে। বিজেপি এবার এই ‘নিয়োগ দুর্নীতি’কেই হাতিয়ার করে ময়দানে নামতে চাইছে।

এদিন বেলা ২টোয় করুণাময়ী সল্টলেক থেকে বিজেপির যুব মোর্চার এই মিছিল বিকাশ ভবনের দিকে যাবে। বিজেপির দাবি, এই মুহূর্তে রাজ্যে কর্মসংস্থানের সঙ্কট চলছে। একটি প্রেস বিবৃতি জারি করে বিজেপি জানিয়েছে, ‘সরকারি ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন-এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশন-টেট, পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং অন্যান্য নিয়োগের ক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে। যা নিয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে যুবসমাজে। কারণ এই নিয়োগগুলি যোগ্যতার ভিত্তিতে হয়নি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের সুপারিশে ভুয়ো নিয়োগের বিরুদ্ধে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন।’

আরও পড়ুন: Maldah Blast: কালিয়াচকে বোমা বিস্ফোরণকাণ্ডে মুখ্যসচিব, ডিজিকে চিঠি শিশু সুরক্ষা কমিশনের

আরও পড়ুন: Heat Wave: বাজার করতে গিয়ে হঠাৎ শরীরে অস্বস্তি, সাইকেলে ওঠার আগেই হুড়মুড়িয়ে পড়লেন বৃদ্ধ… মুহূর্তে সব শেষ

Next Article