BJP’s Durga Puja: ছাব্বিশের ভোটের আগে ফের পুজোয় ফিরল বিজেপি, বাইশের জায়গাতেই হয়ে গেল খুঁটি পুজো

BJP’s Durga Puja: খুঁটিপুজোয় ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কালচারাল সেলের প্রধান রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি-সহ একাধিক নেতৃত্ব। যদিও আয়োজক হিসাবে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ।

BJP’s Durga Puja: ছাব্বিশের ভোটের আগে ফের পুজোয় ফিরল বিজেপি, বাইশের জায়গাতেই হয়ে গেল খুঁটি পুজো
চলছে খুঁটিপুজো Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 10, 2025 | 1:26 PM

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে ফের পুরনো মেজাজ। আবারও পুজোয় ফিরল বিজেপি। ২০২০ সালে ইজেডসিসিতে দুর্গা পুজোর আয়োজন করেছিল বিজেপি। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সালে পুজো হয়েছিল ওখানেই। কিন্তু একুশে ভোটে হারার পরে উৎসাহে ভাটা পড়েছিল। 

এদিকে রীতি বলছে, একবার পুজোর আয়োজন করলে রীতি মোতাবেক সেই স্থানে তিনবার পুজো করতে হয়। তাই ২০২২ সালেও পুজো হয়েছিল ওখানেই। নাম কা ওয়াস্তে হলেও পুজো হয়েছিল পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র বা ইজেডসিসিতে। কিন্তু, ২০২৩ আর ২০২৪ সালে ওখানে আর পুজো হয়নি।  ২০২৩ সালে অবশ্য ইজেডসিসির উল্টোদিকে ঐক্যতানে পুজোর আয়োজন হয়েছিল। তবে তাতে জৌলুস ছিল না। ২০২৫ সালে আবার পুজোর আয়োজন ইজেডসিসিতে। খুঁটিপুজোর মধ্যে দিয়ে যার সূচনা হল রবিবার। 

খুঁটিপুজোয় ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কালচারাল সেলের প্রধান রুদ্রনীল ঘোষ, প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি-সহ একাধিক নেতৃত্ব। যদিও আয়োজক হিসাবে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ। সেখানে সকলেই সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত। রবিবারের খুঁটি পুজো বিজেপি নেতা পদাধিকারী কর্মীদের দেখা গিয়েছে।