Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2025: চন্দ্রিমার বাজেট পড়ার সময়ই বেরিয়ে গেলেন BJP বিধায়করা, শুভেন্দু বললেন, ‘অসত্য বাজেট’

Suvendu Adhikari: এ দিন, সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু বলেন, "এই সরকার দেউলিয়া হয়ে গেছে। ছত্রে-ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে মুখ্যমন্ত্রী ২০১১ সালে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Budget 2025: চন্দ্রিমার বাজেট পড়ার সময়ই বেরিয়ে গেলেন BJP বিধায়করা, শুভেন্দু বললেন, 'অসত্য বাজেট'
বিজেপির ওয়াকআউট Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2025 | 5:40 PM

কলকাতা: ২০২৬-এর নির্বাচনের আগে শেষ বাজেট তৃণমূল সরকারের। সেই বাজেট যখন ঘোষণা করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই সময় বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন বিধানসভা থেকে। তাঁদের বক্তব্য মহার্ঘ ভাতা (DA) আরও বাড়াতে হবে।

এ দিন, চন্দ্রিমা যখন বাজেট পড়ছেন সেই সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এরপর পকেট থেকে একটি চিরকুট বের করেন প্রত্যেকে। সেই চিরকুটে লেখা ‘বেকারদের চাকরি চাই’। চিরকুটি দেখিয়ে বিধানসভার মূল ফটকে বিক্ষোভ প্রদর্শন তাঁরা। ডিএ-র পাশাপাশি বিজেপি বিধায়কদের বক্তব্য, গোটা বাজেটে কোথাও কর্মসংস্থানের কথা বলা হয়নি। পে কমিশনের কোনও উল্লেখ করা হয়নি।

এ দিন, সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু বলেন, “এই সরকার দেউলিয়া হয়ে গেছে। ছত্রে-ছত্রে প্রমাণিত। এই বাজেট বেকার বিরোধী বাজেট। ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে মুখ্যমন্ত্রী ২০১১ সালে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। এই বাজেট উত্তরবঙ্গ-সুন্দরবন-জঙ্গলমহল বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের পরিকল্পনা নিয়ে কিছু বলা নেই। এই বাজেট কৃষক বিরোধী বাজেট। তাঁদের কোনও অর্থ বরাদ্দ নেই। এই বাজেটে আমাদের পশ্চিমাঞ্চলের জেলাগুলির লোকজনকে নিয়ে কোনও প্রস্তাবনা নেই। এই বাজেটে কুর্মী,নমঃশূদ্রদের নিয়ে কোনও উল্লেখ নেই। মতুয়াদের জন্য একটা বাক্য খরচ হয়নি। এটা অসত্য বাজেট।”