AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhijit Gangopadhyay on SSC Protest: ‘লিস্ট পাবলিশ করতে এত আপত্তি কীসের? আমার তো মনে হচ্ছে…’, একটা ‘আশঙ্কার’ কথা শোনা গেল অভিজিতের মুখে

Abhijit Gangopadhyay on SSC Protest: প্রশ্ন, যোগ্য-অযোগ্যের লিস্ট নিয়ে কী করবেন চাকরিহারারা? তাঁরা তো বেতন পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, "এই লিস্ট পাবলিশ করতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বা এত আপত্তি কীসের?"

Abhijit Gangopadhyay on SSC Protest: 'লিস্ট পাবলিশ করতে এত আপত্তি কীসের? আমার তো মনে হচ্ছে...', একটা 'আশঙ্কার' কথা শোনা গেল অভিজিতের মুখে
অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 22, 2025 | 5:53 PM
Share

কলকাতা: ২৪ ঘণ্টা অতিক্রান্ত। এখনও করুণাময়ী ‘দখল’ করে রেখেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের একটাই দাবি, যোগ্য-অযোগ্যের লিস্ট প্রকাশ করতেই হবে। নতুবা তাঁরা সেখান থেকে নড়বেন না। আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, যোগ্য-অযোগ্যের লিস্ট নিয়ে কী করবেন চাকরিহারারা? তাঁরা তো বেতন পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, “এই লিস্ট পাবলিশ করতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বা এত আপত্তি কীসের?”

এ দিন অভিজিতের অভিযোগ, মুখ্যমন্ত্রী চাইছেন লিস্ট পাবলিশ না করেই অযোগ্যরা যাতে চাকরি করে যায়। আর বেতন নিয়ে যায়। তমলুকের বিজেপি সাংসদ বলেন, ”  মুখ্যমন্ত্রী দুর্নীতি ঢাকতে ব্য়স্ত। চোরের ঢাকতে ব্যস্ত। চাকরি করুন, বেতন পাবেন সবই তো ঠিক। কিন্তু লিস্ট পাবলিশ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি কীসের? কী অসুবিধা হবে? আমার মনে হচ্ছে যাঁরা অযোগ্য, যাঁদের ঢোকানো হয়েছে তাঁদের এখনও তাঁরা চাকরিতে রাখতে চাইছেন লিস্ট পাবলিশ না করে। সেই কারণে এই সব কথা বলছেন।”

এ দিন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “কারা স্কুলে যেতে পারবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। যাদের বলা হচ্ছে ‘নন-টেন্টেড’। সেই অনুযায়ীই আমরা এগোচ্ছি। এটাকে নিয়ে জলঘোলা করে রিভিউ পিটিশনে বিপদ টেনে আনছে।”