BJP Party Office: ৬ নং মুরলীধর সেন লেন আর থাকবে না, নতুন বছরে ঠিকানা বদল বঙ্গ বিজেপির

BJP Party Office: নতুন বছরে ঠিকানা বদল করছে বঙ্গ বিজেপি। ৬ নং মুরলীধর সেন লেন ছেড়ে সেক্টর ফাইভে হবে নতুন রাজ্য দফতর।

BJP Party Office: ৬ নং মুরলীধর সেন লেন আর থাকবে না, নতুন বছরে ঠিকানা বদল বঙ্গ বিজেপির
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 3:12 PM

কলকাতা: নতুন বছর, নতুন ঠিকানা। হ্যাঁ! ইংরেজি নববর্ষে নতুন ঠিকানা থেকে কাজ শুরু করতে চলেছে বঙ্গ বিজেপি। বহু স্মৃতি, বহু আড্ডা পিছনে ফেলে রেখে মুরলীধর সেন লেনের সেই দলীয় কার্যালয় ছাড়তে চলেছেন বঙ্গ বিজেপির নেতারা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এদিকে ২০২৪ এ রয়েছে লোকসভা নির্বাচনও। তার আগেই ঠিকানা বদল হচ্ছে বিজেপি দফতরের। সূত্রের খবর, জানুয়ারি মাসেই মধ্য কলকাতা থেকে একেবারে সেক্টর ফাইভে চলে আসবেন বিজেপির নেতারা। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের কাছে নতুন অফিস ভাড়া নিচ্ছে বঙ্গ বিজেপি।

৬ নং মুরলীধর সেন লেনের সেই অফিস ঘিরে কত স্মৃতি। স্বাধীনতার আগে থেকেই এই কার্যালয়ের সঙ্গে পরোক্ষ যোগাযোগ। ১৯২৫ সালে এই বাড়ি ভাড়া নেয় জনসঙ্ঘ। তারপর তা জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির হয়। তবে তা কোনওদিনই বিজেপির স্থায়ী কার্যালয় ছিল না। প্রথম থেকেই ভাড়া নিয়ে এই কার্যালয় থেকে নিজেদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করত বঙ্গ বিজেপি। এই কার্যালয় থেকেই ২১-র বিধানসভা নির্বাচনে লড়ে বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা হাশিল করেছে বিজেপি। এই কার্যালয়ে পায়ের ধূলো পড়েছে বহু গণ্যমান্য কেন্দ্রীয় মন্ত্রীদেরও। সম্প্রতি এই কার্যালয়ে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই স্মৃতি বিজড়িত কার্যালয় ছাড়ার পালা। জানা গিয়েছে ১৫ জানুয়ারির পরই স্বাস্থ্য ভবনের পাশে ভাড়া নেওয়া জায়গায় বিজেপির কার্যালয় স্থানান্তরিত হতে পারে।

গত কয়েক বছর ধরেই বিজেপির কেন্দ্রীয় দল রাজ্যে একটি স্থায়ী ঠিকানা করার পরিকল্পনা করছিল। শুধু তাই নয়, জেলায় জেলায় স্থায়ী পার্টি অফিস তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। সেই মতো কিছু জায়গায় ইতিমধ্যেই তা হয়েছে। কিন্তু স্থায়ী ঠিকানা পেতে কিছুটা দেরি হবে বলেই আপাতত সল্ট লেকে অস্থায়ী ঠিকানায় নিয়ে আসা হচ্ছে কার্যালয়। যাতায়াতের দিক থেকে ৬ নম্বর মুরলীধর সেনের কার্যালয়ে সুবিধা হলেও আয়তনে এই অফিস ছোটো হয়ে গিয়েছিল। এবং অনেকের মতে, এই মুরলীধর সেন লেনের গলিতেই বিজেপির আন্দোলন সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। তাই পরিকল্পনা মাফিক এই ঠিকানা বদল।