AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলায় এই প্রথমবার দেখতে পারবেন The Bengal Files, উইকেন্ডেই রয়েছে শো

The Bengal Files Movie in West Bengal: বাংলার কোনও প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাচ্ছে না। কোনও এক 'অলিখিত' কারণেই বাংলায় নেই 'দ্য বেঙ্গল ফাইলস'। অবশ্য বিজেপির অভিযোগের আঙুল শাসকগোষ্ঠীর দিকেই।

বাংলায় এই প্রথমবার দেখতে পারবেন The Bengal Files, উইকেন্ডেই রয়েছে শো
দ্য বেঙ্গল ফাইলসে গোপাল পাঁঠার চরিত্রে সৌরভImage Credit: X
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 5:11 PM
Share

কলকাতা: এখনও পর্যন্ত কেটে গিয়েছে দিন পাঁচেক। গত ৫ই সেপ্টেম্বর গোটা দেশে মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। কিন্তু দেশজুড়ে এই সিনেমা নানা প্রেক্ষাগৃহে দেখা গেলেও , বাংলার কোনও প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখা যাচ্ছে না। কোনও এক ‘অলিখিত’ কারণেই বাংলায় নেই ‘দ্য বেঙ্গল ফাইলস’। অবশ্য বিজেপির অভিযোগের আঙুল শাসকগোষ্ঠীর দিকেই।

বাংলাতেও দেখা যাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’

জানা গিয়েছে, আগামী ১৩ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এই প্রথমবার কলকাতায় প্রদর্শনী হবে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ‘খোলা হাওয়া’ নামে একটি এনজিও-র তরফ থেকেই এই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। যার প্রস্তুতি একেবারে তুঙ্গে। এই প্রদশর্নী অনুষ্ঠানে প্রবেশ আমন্ত্রণমূলক। অর্থাৎ যাদের কাছেই আমন্ত্রণপত্র থাকবে তারাই সিনেমা দেখতে যেতে পারবেন। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও অভিনেত্রী পল্লবী যোশী।

কোথায় দেখা যাবে ‘দ্য বেঙ্গল ফাইলস’?

এনজিও তরফে জানা গিয়েছে, জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনেই দেখানো হবে অগ্নিহোত্রীর সিনেমা। বিকাল ৪টা থেকে শুরু হবে শো।

কী বলছে শাসক-বিরোধী?

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, ‘গোটা ভারতের ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে তো মুক্তি পেয়েছে, কিন্তু মানুষ দেখছে না। পরিচালক কান্নাকাটি করছেন। আর পরিচালক কয়েকদিন আগেই বলেছিলেন, অরিন্দম চট্টোপাধ্য়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। পরে আবার সংশোধন করে বলছে চট্টোপাধ্য়ায় নয়, অরিন্দম ঠাকুর। বাঙালির ভাগ্য় ভাল, এরা অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে বলেনি।’

কিন্তু প্রদর্শনী আদৌ হবে কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর কথায়, ‘প্রদর্শনের কথা ঘোষণা হয়েছে। কিন্তু পুলিশ আদৌ প্রদর্শনী করতে দেবে কি না তাতে সন্দেহ রয়েছে। এই রাজ্যে না রয়েছে আইন, না রয়েছে কানুন।’