Calcutta High Court: জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
২৯ নভেম্বর তৃণমূল এবং বিজেপির জোড়া কর্মসূচিতে সরগরম হয়েছিল বিধানসভা চত্বর। সে দিনই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে বিধানসভার স্পিকারকে চিঠি দেয় তৃণমূলের পরিষদীয় দল। এর পর বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখা করেন ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার। তার পর বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
কলকাতা: বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR দায়ের করে কলকাতা পুলিশ। এর পর পদ্মশিবিরের বেশ কয়েক জন বিধায়ককে তলবও করেছে পুলিশ। সেই পুলিশি তলবকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করার আবেদন করা হয়। মামলা দায়েরে অনুমতি দিয়েছে আদালত। দুপুর ১টায় এই মামলার শুনানি হবে।
বিজেপির আইনজীবীর অভিযোগ, কোথায় জাতীয় সঙ্গীত বাজছিল, আর কোথায় তখন ওই বিধায়করা ছিলেন, সে সব খতিয়ে দেখা হয়নি।কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে হেনস্থা করতে এই FIR করা হয়েছে বলে অভিযোগ বিজেপির-র। বিজেপির দাবি, যখন বিধানসভার একদিকে ধর্নায় ছিলেন বিজেপি বিধায়করা, তখন বিধানসভার অন্যদিকে শাসক দল জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। তখন বিজেপি বিধায়করা উঠে দাঁড়াননি বলে অভিযোগ তুলেছে তৃণমূল। জাতীয় সঙ্গীতের সময় বিজেপি বিধায়করা পাল্টা স্লোগান দিয়েছেন বলেও অভিযোগ তৃণমূলের।
২৯ নভেম্বর তৃণমূল এবং বিজেপির জোড়া কর্মসূচিতে সরগরম হয়েছিল বিধানসভা চত্বর। সে দিনই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে বিধানসভার স্পিকারকে চিঠি দেয় তৃণমূলের পরিষদীয় দল। এর পর বিধানসভায় এসে স্পিকারের সঙ্গে দেখা করেন ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার। তার পর বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেই ইস্যুতেই এ বার আদালতের দ্বারস্থ পদ্মশিবির।