BJP: পুজোর পরই ছাব্বিশের ভোটের ইস্তাহার প্রকাশ বিজেপির, বিশেষ দায়িত্ব সুকান্তকে

BJP: চব্বিশের লোকসভার নির্বাচনের নিরিখে ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আবার ১০৮ বিধানসভা কেন্দ্রে স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে। বিজেপির বক্তব্য, সেখানে শাসকদলের সঙ্গে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৫ হাজারের কম। সবমিলিয়ে ছাব্বিশের নির্বাচনে এই ২০০টি আসনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি।

BJP: পুজোর পরই ছাব্বিশের ভোটের ইস্তাহার প্রকাশ বিজেপির, বিশেষ দায়িত্ব সুকান্তকে
বিজেপির ইস্তাহার প্রকাশ নিয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হল সুকান্ত মজুমদারকেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 05, 2025 | 10:37 AM

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তবে ভোটের ইস্তাহার প্রকাশের জন্য নির্ঘণ্ট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে না বিজেপি। বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের সংকল্পপত্র (ইস্তাহার) ঘোষণা হবে পুজোর পরই। আর সেই সংকল্পপত্রের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হল রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে। ভোটের প্রচার ও কর্মসূচি রূপায়ণে একাধিক কমিটিও গড়া হচ্ছে। নেতিবাচক নয়, ইতিবাচক প্রচারে জোর দেওয়ার কথাও বলছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নে কী কী পদক্ষেপ করা হবে, সেগুলো তুলে ধরা হবে বাংলার মানুষের কাছে।

তিনদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর জায়গায় দায়িত্ব নিয়েছেন শমীক ভট্টাচার্য। আর দায়িত্ব নিয়েই তাঁর বক্তব্য, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। তাই, ছাব্বিশের ভোটযুদ্ধে এখন থেকেই পুরোদমে ঝাঁপিয়ে পড়তে চলেছে গেরুয়া শিবির।

চব্বিশের লোকসভার নির্বাচনের নিরিখে ৯২টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আবার ১০৮ বিধানসভা কেন্দ্রে স্বল্প ব্যবধানে পিছিয়ে রয়েছে। বিজেপির বক্তব্য, সেখানে শাসকদলের সঙ্গে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান ৫ হাজারের কম। সবমিলিয়ে ছাব্বিশের নির্বাচনে এই ২০০টি আসনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি।

ওই সব বিধানসভায় পূর্ণশক্তির বুথ কমিটি তৈরি করতে ১০ থেকে ১৩ জুলাই সংশ্লিষ্ট জেলা কমিটিগুলিকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। বুথ সশক্তিকরণের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিধানসভাগুলিতে কোন কোন পথে ভোট বাড়তে পারে, সে বিষয়ে কমিটিগুলিকে লিখিত মতামত দিতে বলা হয়েছে। ওই সব বিধানসভা কেন্দ্রে স্থানীয় ইস্যুকে নিয়ে বিধানসভা ভিত্তিক আন্দোলনের রূপরেখা তৈরি করতে সেল, মোর্চা-সহ বিভিন্ন স্তরের নির্বাচন পরিচালন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের রাজ্য নেতাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, জেতা বুথে হারা চলবে না।