BLO: তালা হাতে CEO- দফতরে বিএলও-দের একাংশ, চলছে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি

SIR In WB: CEO দফতর অভিযানে BLO-দের একাংশ। বিএলও-দের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! উত্তপ্ত বিবাদী বাগ। SIR বিরোধিতায় তালা হাতে CEO দফতরে BLO অধিকার মঞ্চ। ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওদের।  নির্বাচন কমিশনের গেটের সামনে চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা।

BLO: তালা হাতে CEO- দফতরে বিএলও-দের একাংশ, চলছে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি
বিএলও-দের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2025 | 3:24 PM

কলকাতা: আজ কলকাতা পুলিশের কাছে জোড়া চ্যালেঞ্জ। একদিকে পথে নবাগত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, অন্যদিকে, CEO দফতর অভিযানে BLO-দের একাংশ। বিএলও-দের বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! উত্তপ্ত বিবাদী বাগ। SIR বিরোধিতায় তালা হাতে CEO দফতরে BLO অধিকার মঞ্চ।

ব্যারিকেডের এক পাশে পুলিশ, অন্য পাশে বিএলওদের।  নির্বাচন কমিশনের গেটের সামনে চলছে ব্যারিকেড ভাঙার চেষ্টা। এক বিএলও নির্বাচন কমিশনের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁকে প্রতিহত করেন। বিএলও-দের একাংশ সামনেই ধরনায় বসে পড়েন।

প্রথম থেকেই বিএলও-দের একাংশ অভিযোগ করে যাচ্ছিলেন, তাঁদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে। নিত্য নতুন ফোনে কমিশনের নির্দেশ আসছে। সঙ্গে ফর্ম ডিজিটাইজ করতে হবে। যেটা করতে সময় লাগছে অনেক। তাতে কমিশনের কাছে তাঁরা ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবে সময়সীমা বাড়ানো যাবে না। কারণ ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই বিএলও-দের কাজ শেষ করতে হবে। এরপরই এদিন CEO দফতর অভিযানে নামেন বিএলও-দের একাংশ।

আন্দোলনকারী এক বিএলও বলেন, “আমাদের ওপর অমানসিক চাপ তৈরি করা হচ্ছে। আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কাজ করব না, সেটা বলছি না। কিন্তু এত কম সময়ে, সঠিক পরিকল্পনা না নিয়ে, তারই প্রতিবাদ করছি।” প্রশ্ন উঠছে, বাকি রাজ্যের বিএলও-দের তুলনায় বাংলাতেই কেন এত সমস্যা হচ্ছে তাঁদের? উত্তরে এক আন্দোলনকারী বিএলও বলেন, “বাকি রাজ্যে যেভাবে প্রশিক্ষণ হয়েছে, আমাদের কি সেভাবে হয়েছে? বাকি রাজ্যের পরিকাঠামোর সঙ্গে আমাদের রাজ্যের পরিকাঠামোকে কি মিলিয়ে দেখা হয়েছে? ” CEO দফতরের সামনেই বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও।