AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BLO: আলাদা ফর্মে ‘ডিক্লারেশন’ দিয়ে সই করতে হবে BLO-BLA-দের! এল নতুন নির্দেশ

BLO: কমিশন জানিয়েছে, মিটিং করে একটি রেজিলিউশন নিতে হবে। সেখানে সই থাকবে BLO-BLA-দের। সেখানে পরিস্কার করে লেখা থাকবে কত জন মৃত ভোটারকে তাঁরা খুঁজে পেয়েছেন, কত জন স্থানান্তরিত, কত জনের ফর্ম সংগৃহীত নয়। এই পুরো তথ্যগুলো গিয়ে কার্যত একটা হলফনামা দিতে হবে।

BLO: আলাদা ফর্মে 'ডিক্লারেশন' দিয়ে সই করতে হবে BLO-BLA-দের! এল নতুন নির্দেশ
বিএলওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 1:05 PM
Share

কলকাতা: মৃতদের তথ্য জানাতে BLO-দের এবার আলাদা ফর্ম। এবার আলাদা ফর্মেই দিতে হবে মৃত, ডুপ্লিকেট ভোটারদের তালিকা। অসংগৃহীত, অন্যত্র সরে যাওয়া ভোটারদের নামও থাকবে ফর্মে। আলাদা ফর্মে BLO-দের সঙ্গে সই করতে হবে BLA-দেরও। ভুল তথ্য দিলে BLO, BLA-দের ওপর নামতে পারে শাস্তি খাঁড়া। এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে BLO-দের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট করে দিয়েছে, BLO-দের BLA-দের মানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করতে হবে।

কমিশন জানিয়েছে, মিটিং করে একটি রেজিলিউশন নিতে হবে। সেখানে সই থাকবে BLO-BLA-দের। সেখানে পরিস্কার করে লেখা থাকবে কত জন মৃত ভোটারকে তাঁরা খুঁজে পেয়েছেন, কত জন স্থানান্তরিত, কত জনের ফর্ম সংগৃহীত নয়। এই পুরো তথ্যগুলো গিয়ে কার্যত একটা হলফনামা দিতে হবে। অর্থাৎ তাতে বিএলও বিএলও এটাই চূড়ান্ত করবেন, এই ডেটা ছাড়া অন্যথা হবে না।

তবে তাতে বিএলও-দের একাংশের দাবি, নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেলতে চাইছে বিএলও-দের ওপর। বিএলও সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, CEO দফতরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলও-দের উদ্দেশে, সেখানে পরিস্কার করে বলা হয়েছে, সমস্ত রাজনৈতিক দলের বিএলএ যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে বৈঠক করতে হবে। সেখানে একটি রেজুলিউশন দিতে হবে। তাতে চারটি ‘ডিক্লারেশন’ দিতে হবে। সেখানে বলতে হবে বিএলও অ্যাপে যে তথ্য আপলোড করা হয়েছে, সেটাই সঠিক।

বুধবারের মধ্যেই ‘আনকালেক্টেবল ডেটা’ এক দিনে বেড়েছে তিন লক্ষ। মোট ৫০ লক্ষ ২২ হাজার ৪১০ জনের নাম বাদের সম্ভাবনা রয়েছে। মৃত ২২ লক্ষ ৯২ হাজার মৃত। স্থানান্তরিত ১৭.৫ লক্ষ। নিখোঁজ ৮ লক্ষ। ডুপ্লিকেট ১.২ লক্ষ। ৫০ লক্ষ ২২ হাজার ৪১০ বাদের তালিকায় চিহ্নিত রয়েছে। ৯৮.৩৭ শতাংশ ফর্ম ডিজিটাইজ হয়ে গিয়েছে।