CEO অফিস থেকে উঠল বিএলও-দের অবস্থান, মনোজ আগরওয়াল কী আশ্বাস দিলেন?

BLO agitation in CEO office: সিইও-র সঙ্গে বৈঠক শেষে এক বিএলও বলেন, "সময়ে কাজ শেষ করা সম্ভব নয় বলে অনেক বিএলও আতঙ্কে ভুগছেন। কোনও বিএলও-কে যাতে শোকজ না করা হয়, সেই দাবি জানাই। উনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, কোনও বিএলও-কে শোকজ করা হবে না। সাসপেন্ড করা হবে না।"

CEO অফিস থেকে উঠল বিএলও-দের অবস্থান, মনোজ আগরওয়াল কী আশ্বাস দিলেন?
CEO-র সঙ্গে দেখা করার পর কী বললেন বিক্ষোভকারী বিএলও-রা?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 26, 2025 | 9:35 AM

কলকাতা: কাজের চাপ। অসুস্থ বিএলও-রা। এমনকি, কাজের চাপে বিএলও আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে একাধিক দাবি নিয়ে সিইও অফিসে ধরনায় বসেছিল তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা মঞ্চ২৪ ঘণ্টার বেশি পরে আন্দোলনকারী বিএলও-দের সঙ্গে দেখা করলেন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আর সিইও-র সঙ্গে সাক্ষাতের পর সিইও অফিসের সামনে থেকে ধরনা অবস্থান তুলে নিলেন আন্দোলনকারী বিএলও-রা। সিইও তাঁদের একাধিক আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে দাবি করলেন তাঁরা।

সোমবার বিকেল থেকে সিইও অফিসের বাইরে ধরনায় বসেন তাঁরা। এসআইআর-এর কাজে অতিরিক্ত কাজের চাপের কথা উল্লেখ করে স্মারকলিপিও দেন। বিক্ষোভকারীরা বিএলও-রা জানিয়ে দেন, মুখ্য নির্বাচনী আধিকারিক তাঁদের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত ধরনা প্রত্যাহার করবেন না।

অবশেষে প্রায় ৩০ ঘণ্টা পর আন্দোলনকারী বিএলও-দের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ কুমার আগরওয়াল। বৈঠক শেষে সিইও অফিস থেকে ধরনা প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। সোনালি বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী নামে এক বিএলও বলেন, “দীর্ঘ ৩০ ঘণ্টা ধরনার পর সিইও আমাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হলেন। বিএলও-দের উপর খুব চাপ পড়ছে জানিয়ে সিইও-র সঙ্গে আমরা আলোচনায় বসি। ফর্ম পূরণ ও ডিজিটাইজেশনের জন্য আরও সময় দেওয়ার আবেদন করি। একইসঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবি জানাই আমরা। উনি বলেন, এটা তাঁর হাতে নেই। দিল্লিতে নির্বাচন কমিশনকে জানাবেন।”

একইসঙ্গে ওই বিএলও বলেন, “সময়ে কাজ শেষ করা সম্ভব নয় বলে অনেক বিএলও আতঙ্কে ভুগছেন। কোনও বিএলও-কে যাতে শোকজ না করা হয়, সেই দাবি জানাই। উনি আমাদের আশ্বস্ত করে বলেছেন, কোনও বিএলও-কে শোকজ করা হবে না। সাসপেন্ড করা হবে না।” কাজের চাপে আত্মঘাতী বিএলওদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তাঁরা জানান। বিএলও-রা জানান, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন সিইও। সিইও অফিস থেকে ধরনা অবস্থান তোলা হলেও তাঁদের আন্দোলন জারি থাকবে বলে সোনালি বন্দ্যোপাধ্যায় চক্রবর্তীরা জানিয়ে দেন।