Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu EXCLUSIVE: ২১ মে যোগ্যদের তালিকা প্রকাশে কি কোনও সূক্ষ্ম সংশয় থেকেই যাচ্ছে? পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী

Bratya Basu EXCLUSIVE: ২১ মে যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা।  কিন্তু তাতেও সূক্ষ্ম একটা সংশয় থেকেই যাচ্ছে। আর সেটা কী, TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Bratya Basu EXCLUSIVE: ২১ মে যোগ্যদের তালিকা প্রকাশে কি কোনও সূক্ষ্ম সংশয় থেকেই যাচ্ছে? পরিষ্কার করলেন শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু এক্সক্লুসিভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Apr 11, 2025 | 11:56 PM

কলকাতা: যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক— সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে এই দাবিই তুলে আসছেন প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী।  শুক্রবার চাকরিহারা ১৩ জন প্রতিনিধির সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। তাতে এ বিষয়ে কিছুটা হলেও আশার আলো দেখা গেল। সঙ্গে  বৈঠকের নির্যাস, যোগ্য ও অযোগ্যদের বাছাই করা সম্ভব। ২১ মে যোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা।  কিন্তু তাতেও সূক্ষ্ম একটা সংশয় থেকেই যাচ্ছে। আর সেটা কী, TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এক নজরে এদিনের বৈঠকের নির্যাস:

১. যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি।

২. রবিবার অর্থাৎ ২০ এপ্রিলের মধ্যে সেই তালিকা তৈরি করে ফেলা হবে।

৩. আইনি পরামর্শ নিয়ে ২১ তারিখ, আগামী সোমবার প্রকাশ করা হবে যোগ্যদের তালিকা।

৪. জানিয়ে দেওয়া হয়েছে, আইনি বাধা না থাকলে, মিরর ইমেজ নেই, প্রকাশ করা হবে ২২ লক্ষ ওএমআর।

বিশেষজ্ঞদের কথায়, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। বৈঠক শেষে চাকরিহারাদের প্রতিনিধি, শিক্ষামন্ত্রী উভয়েই যে শববন্ধ উল্লেখ করেছেন, তা হল, আইনি পরামর্শ মেনে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসেও তালিকা প্রকাশের ক্ষেত্রে ব্রাত্য বলেছেন, ‘আইনি পরামর্শের’ বিষয়টি। 

ব্রাত্য বসুকে  চাকরিহারাদের বৈঠকে উঠে ‘মিরর ইমেজ’ সংক্রান্ত প্রশ্ন করা হয়। তিনি বলেন, ” এসএসসি-র চেয়ারম্যান তাঁদের জানিয়েছেন, মিরর ইমেজ নেই। সিবিআই থেকে প্রাপ্ত যোগ্য অযোগ্যের তালিকা রয়েছে। আর সেটাই প্রকাশ করা হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি-র চেয়ারম্যান আইনি পরামর্শ নেবেন। ওয়েবসাইটে ডাউনলোড করতে আমার অসুবিধা নেই। ওঁরা আইনি পরামর্শ নিয়ে ওয়েবসাইটে তালিকা তুলে দেবেন। ২৬ হাজারেরই তালিকা প্রকাশিত হবে।”

 তবে শিক্ষামন্ত্রী এটাও উল্লেখ করেছেন, ” আমি এসএসসি-কে বলেছি, যাতে লিখিতভাবে আইনি পরামর্শ নিয়েই এটা করা হয়।” তাহলে প্রশ্ন, “আইনি ক্ষেত্রে কি কোনও জটিলতা রয়েছে?” ব্রাত্য অবশ্য বলেছেন, “আমি আইনের কিছুই বুঝি না। তবে যেটুকু বুঝি, তাতে মনে হচ্ছে আইনি জট থাকার কথা নয়।”