Bratya Basu on Recruitment Scam: চাকরিই গিয়েছে, ব্যাপমের মতো ৯৬ জন খুন তো হননি: ব্রাত্য
Bratya Basu on Recruitment Scam: এসএসসি গ্রুপ ডি সংক্রান্ত মামলায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা : নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরি যাওয়ার ঘটনা প্রথম নয়। এর আগেও স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল হয়েছে। এবার গ্রুপ ডি-তেও ১৯১১ জনের নিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত। স্বাভাবিকভাবেই আদালতের এই নির্দেশ নতুন করে আক্রমণের হাতিয়ার তুলে দিয়েছে বিরোধীদের হাতে। শুক্রবার হাইকোর্টের এই নির্দেশের পর বিজেপি নেতৃত্ব বলছে, এটা শিক্ষার কালো দিন। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাফ জবাব দেন, ‘চাকরিই গিয়েছে, ব্যাপমের মতো ৯৬ জন খুন তো হননি।’
মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির কথা অনেকেরই জানা। মূলত প্রবেশিকা পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল সে রাজ্যে। ‘ব্যাপম’ হল সে রাজ্যের একটি স্বশাসিত বোর্ড যাদের দায়িত্বে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হত। সেই কেলেঙ্কারি সামনে আসার পর অভিযোগের সঙ্গে সম্পর্কিত একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে আসে। মধ্যপ্রদেশে বিজেপি আমলেই সেই ঘটনা ঘটেছিল। সেই কেলেঙ্কারির সঙ্গে এদিন তুলনা টানলেন ব্রাত্য। তিনি বলেন, ‘ব্যাপমের মতো ৯৬ জন খুন তো হননি। কোনও আধিকারিককে এসে ট্রাক মেরে দিয়েছে, এমন ঘটনা তো ঘটেনি।’
বিরোধীরা বলছেন, এই দুর্নীতিতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের। এ কথা শুনে ব্রাত্য বলেন, ‘এতে ভাবমূর্তি নষ্ট হয় না। নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল, তাতে কি ভাবমূর্তি নষ্ট হয়েছিল? গুজরাটে যে হিংসার ঘটনা ঘটেছিল, তাতে কি ভাবমূর্তি নষ্ট হয়েছে? এর ওপর ভাবমূর্তি নির্ভর করে না।’
তবে ব্রাত্য কটাক্ষ করলেও, বিজেপি তাতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল নেতাদের কথায় সাধারণ মানুষ আর গুরুত্ব দেন না। এই সব কথার কোনও গুরুত্ব নেই। শুধুমাত্র পার্থ বা কুন্তল নন, আরও অনেক মাথা জড়িত। তাঁরা ধরা পড়বেন। দেখতে থাকুন। যাঁদের চাকরি গেল, এবার তাঁরা বিক্ষোভ দেখাবেন। তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ বাড়বে।’
