Bread Price: কমতে চলেছে পাউরুটির দাম, ইঙ্গিত বিধায়কের

ময়দার দাম আগের তুলনায় কমে যাওয়ার জন্যই পাউরুটির দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা বিধায়ক ইদ্রিস আলি।

Bread Price: কমতে চলেছে পাউরুটির দাম, ইঙ্গিত বিধায়কের
পাউরুটির দাম।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2023 | 8:37 PM

কলকাতা: পাউরুটির দাম কমতে পারে। মূল্যবৃদ্ধির বাজারে এমনই উল্টো সুর শোনালেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলি। ময়দার দাম আগের তুলনায় কমে যাওয়ার জন্যই পাউরুটির দাম কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেই পাউরুটির দাম কমার ইঙ্গিত দিলেন বিধায়ক ইদ্রিস আলি। তিনি বলেন, “জয়েন্ট অ্যাকশন কমিটি এবং বেকার্স কো-অডিনেশন কমিটির সদস্যরা মিলে আমরা আগামী সভায় পাউরুটির দাম কমানোর সিদ্ধান্ত নিতে চলেছি। তবে ময়দার দাম যদি একই রকম থাকে, তাহলেই পাউরুটির দাম কমবে। বর্তমানে ময়দার দাম অনেকটা কমেছে। তাই ময়দার দাম স্থিতিশীল থাকলেই সাধারণ মানুষের কথা চিন্তা করে পাউরুটির দাম কমিয়ে দেওয়া হবে।” যদিও কবে থেকে পাউরুটির দাম কমবে এবং কত কমানো হবে, তা স্পষ্ট করেননি বিধায়ক।

এদিন পাউরুটির দাম কমানোর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি অসাধু বেকারি ব্যবসায়ীদেরও কড়া বার্তা দেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক বিধায়ক ইদ্রিস আলি। তিনি বলেন, “বেকারি মালিকদের অনুরোধ করছি, আপনারা সঠিক ওজন দিন, পাউরুটির মান বজায় রাখুন এবং সঠিক দাম নিন।” একইসঙ্গে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে জানিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইদ্রিস আলি এবং বেকার্স কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক শেখ ইসমাইল হোসেন বলেন, “কিছু কিছু অসাধু ব্যবসায়ী কম ওজন দিচ্ছেন এবং নিম্নমানের পাউরুটি প্রস্তত করছেন। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। কারণ পাউরুটি একটি নিত্য প্রয়োজনীয় খাদ্য। জনসাধারণকে আমরা ঠকাতে চাই না। আমরা চাই বেকারি শিল্প বাঁচুক এবং জনসাধারণ সঠিক মূল্য দিয়ে ও সঠিক ওজনের পাউরুটি যেন কিনতে পারে।”

উল্লেখ্য, বর্তমানে প্রতি ৪০০ গ্রাম পাউরুটির দাম ৩২টাকা, ২০০ গ্রাম পাউরুটির দাম ১৬টাকা এবং ১০০ গ্রাম পাউরুটির দাম সাড়ে আট টাকা।