West Bengal Assembly: রাত পোহালেই বাজেট অধিবেশনের সেকেন্ড ইনিংস, কোন বড় সিদ্ধান্ত হতে চলেছে বিধানসভায়?
West Bengal Assembly: ১০ তারিখ শুরু হয়ে বাজেট অধিবেশন দ্বিতীয় পর্ব শেষ হওয়ার কথা আগামী ১৯ তারিখ। এই কদিনে স্বরাষ্ট্র দফতরে মতো গুরুত্বপূর্ণ দফতর নিয়ে আলোচনা হচ্ছে না বলেই খবর। তা নিয়েই এবার নতুন করে চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলের অন্দরে।

কলকাতা: নানা চর্চা হলেও শেষ পর্যন্ত স্বরাষ্ট্র দফতর নিয়ে বাজেট আলোচনা হচ্ছে না বিধানসভায়। সাতটি দফতর ছাড়া বাকি সব বাজেট গিলোটিনে যাবে বলেই খবর। আগামী সোমবার থেকে বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। কিন্তু, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আলোচনা কি হবে? হলে কতক্ষণ হবে? সূত্রের খবর, সে সব নিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা স্পিকারের চেম্বারে।
১০ তারিখ শুরু হয়ে বাজেট অধিবেশন দ্বিতীয় পর্ব শেষ হওয়ার কথা আগামী ১৯ তারিখ। এই কদিনে স্বরাষ্ট্র দফতরে মতো গুরুত্বপূর্ণ দফতর নিয়ে আলোচনা হচ্ছে না বলেই খবর। তা নিয়েই এবার নতুন করে চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলের অন্দরে।
সূত্রের খবর, আলোচনা হবে শিক্ষা দফতর (প্রাথমিক, মাধ্যমিক উচ্চ শিক্ষা), স্বাস্থ্য দফতর, বিদ্যুৎ0 দফতর, শ্রম দফতর, পঞ্চায়েত দফতর, পুর ও নগর উন্নয়ন দফতর নিয়ে। শেষ পর্যন্ত সেখানে কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার। কয়েকদিন আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বরাষ্ট্র দফতর নিয়ে তো বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী নিজে বলেন, অন্য দায়িত্বপ্রাপ্তরা বলেন। তবে কী হবে সেটা বিএ বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে। তবে আলোচনা না হলেও অসুবিধার কিছু নেই।
