Bus Service in Kolkata: সন্ধে নামলেই কমছে বাস! ‘ফিটনেস’ জট কাটিয়ে কবে মিলবে সমাধান?

Fitness Certificate of Buses: বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তারা সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেন সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়ে ফিটনেস সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হোক।

Bus Service in Kolkata: সন্ধে নামলেই কমছে বাস! 'ফিটনেস' জট কাটিয়ে কবে মিলবে সমাধান?
বাস মালিকদের জন্য বড় ঘোষণা ফিরহাদের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 8:06 PM

কলকাতা : কলকাতায় যাঁরা নিত্যদিন অফিসে আসেন, তাঁদের অনেকেই এখন এক নতুন সমস্যায় পড়েছেন। অফিস থেকে বেরিয়ে বাসের জন্য হন্যে হয়ে অপেক্ষা করতে হচ্ছে অনেককেই। শুধু অফিস ছুটির সময় নয়, বিকেল থেকেই এই ঘটনা শুরু হয়ে যাচ্ছে। অফিসযাত্রীদের অনেকেই বলছেন, বিকেলে কিংবা সন্ধের পর থেকেই শহর কলকাতার রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাচ্ছে হু হু করে। কারণ, হিসেবে বেসরকারি বাস মালিক সংগঠনের (Bus Owners Association) কর্তারা জানিয়েছেন, মূলত সরকারি জরিমানার আতঙ্কের কারণে অনেকে রাস্তায় বাস নামাচ্ছেন না। সে কারণে সরকারকে ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করার আবেদন করা হয়েছে। বেসরকারি বাস মালিক সংগঠনের সেই আবেদন গুরুত্ব দিয়ে শুনেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম (West Bengal Transport Minister Firhad Hakim)। গণ পরিবহনের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সে কারণে দ্রুত পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সোমবারের বৈঠকে বেসরকারি বাস মালিকদের আশ্বাস দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী।

প্রসঙ্গত বেসরকারি বাস মালিক সংগঠনের কর্তারা সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে আবেদন করেন সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়ে ফিটনেস সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হোক। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী সবুজ সংকেত না দিলেও, অনেকটাই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটরস-এর কর্তা টিটো সাহার। এতে বাস মালিকরা পর্যাপ্ত ফিটনেস টেস্ট করতে পারবে বলেই মনে করছেন তিনি। জরিমানা করার বিষয়েও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বাস মালিকদের। সোমবার রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে সেই অভিযোগের কথা জানিয়েছেন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্সের প্রতিনিধিরা। এই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে বাস মালিকদের আশ্বস্ত করেছেন ফিরহাদ হাকিম।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কোভিড পরিস্থিতির কারণে এবং তারপর পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির কারণ অনেকটাই আর্থিক ধাক্কা খেয়েছেন বাস মালিকরা। তারপর এখন আবার বাসের ফিটনেস সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে শহরে। ফিটনেস সার্টিফিকেট দেখাতে না পারলেই চলছে ধরপাকড়। উল্লেখ্য, ধর্মতলায় যে মিনিবাসটি উল্টে গিয়েছিল, জানা গিয়েছে সেটির কোনও ফিটনেস সার্টিফিকেট ছিল না। আর তারপর থেকেই নতুন করে কড়াকড়ি শুরু হয়ে যায়। পরিবহন মন্ত্রী কড়া নির্দেশ দিয়ে রাখেন, আনফিট বাস দেখলেই অবিলম্বে তা বাজেয়াপ্ত করতে হবে। তারপর থেকে অনেক বাসকেই আটক করা হয়েছে।

এক্ষেত্রে বাস মালিকদেরও একাংশের যুক্তি, কোভিড এবং তারপর জ্বালানির মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে একেবারে হিমশিম অবস্থা মালিক পক্ষের। রাস্তার বাস নামালেও সেভাবে লাভের মুখ দেখছেন না তাঁরা। তার উপর চালক, কন্ডাকটরদের বেতন। এই পরিস্থিতিতে অনেকেই নিয়মিতভাবে বাসের রক্ষণাবেক্ষণ করে উঠতে পারেননি। আর তাই এখন ফিটনেস সার্টিফিকেটে কিছুটা সরলীকরণ আনার আবেদন করছেন বাস মালিকরা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা