AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: আপাতত কালো গাউন না পরলেও চলবে, তীব্র গরমে আইনজীবীদের ছাড় দিল হাইকোর্ট

Calcutta High Court: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আবহাওয়ার কথা মাথায় রেখে গরমের ছুটির পর আদালত পুনরায় খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরার উপর ছাড় দেওয়া হচ্ছে।

Calcutta High Court: আপাতত কালো গাউন না পরলেও চলবে, তীব্র গরমে আইনজীবীদের ছাড় দিল হাইকোর্ট
গ্রাফিক্স - অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 11:34 PM
Share

কলকাতা: তীব্র গরমে (Summer in Kolkata) নাজেহাল অবস্থা শহরবাসীর। কলকাতার তাপমাত্রা আজও চল্লিশ ডিগ্রির উপরে। তার সঙ্গে তাপপ্রবাহ (Heat Wave) তো রয়েছেই। আর এই গরমের দাবদাহে আরও সমস্যায় পড়েছেন আইনজীবীরা। কালো গাউন গায়ে চাপাতে হচ্ছে রোজ। তবে এবার হাইকোর্টের আইনজীবীদের জন্য স্বস্তির বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice TS Sivagnanam)। গরমের মধ্যে আইনজীবীদের গাউন (Advocate’s Gown) পরা থেকে ছাড় দেওয়া হয়েছে। এই মর্মে হাইকোর্টের রেজিস্ট্রার একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আবহাওয়ার কথা মাথায় রেখে গরমের ছুটির পর আদালত পুনরায় খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরার উপর ছাড় দেওয়া হচ্ছে।

যদিও কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নতুন নয়। এর আগে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের সময়েও আইনজীবীদের গাউন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তরফে আবেদন জানানো হয়েছিল, যাতে তাপপ্রবাহের এই পরিস্থিতির মধ্যে আইনজীবীদের গাউন পরার নিয়মে কিছুটা ছাড় দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতেই এদিন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নির্দেশে আদালতের রেজিস্ট্রার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। জানা যাচ্ছে, মে মাসে গরমের ছুটির পর কবে ফের আইনজীবীরা গাউন পরে আসবেন, সেই বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আইনজীবীদের গাউন পরার ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের অতীতের এক বিজ্ঞপ্তিতেও দেখা গিয়েছিল। দেশে যখন করোনার বাড়বাড়ন্ত, সেই সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শীর্ষ আদালতের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ওই প্রতিকূল অবস্থায় আইনজীবীদের গাউন পরার প্রয়োজন নেই। এবার কলকাতা হাইকোর্টের তরফে আরও একবার আইনজীবীদের গাউন সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাড় দেওয়া হল। আইনজীবীদের অনুরোধকে গুরুত্ব দিয়ে, এই গরমের মধ্যে আপাতত কালো গাউন গায়ে না চাপালেও চলবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।