
কলকাতা: পূর্ব বর্ধমানের মেমারিতে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আপত্তি খারিজ করে মেমারিতে শুভেন্দুর সভার অনুমতি দিল হাইকোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সেইসব শর্ত মেনেই আগামী ২১ নভেম্বর মেমারিতে ওই সভা হবে।
কী বলল হাইকোর্ট?
এদিন শুভেন্দুর সভার অনুমতি দিয়ে বিচারপতি বলেন, মেমারির উদয় সংঘ ক্লাবের মাঠে সভা করা যাবে। তবে শর্ত বেঁধে দিয়ে হাইকোর্ট নির্দেশ দেয়, দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভা করা যাবে। বিধানসভার বিরোধী দলনেতার সভাস্থল পর্যন্ত পৌঁছানোর রাস্তায় নিরাপত্তার বিষয়টি দেখতে হবে পুলিশ-প্রশাসনকে।সর্বোচ্চ ৫ হাজার সমর্থক নিয়ে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এদিন বিচারপতি নির্দেশ দিয়েছেন, সভার সময় দমকলকে ২টি ইঞ্জিনের ব্যবস্থা রাখতে হবে।
হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আগে মেমারিতে ওই সভার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছিল পুলিশ। তাদের যুক্তি ছিল, এই সভার জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করার দরকার, তা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
এর আগেও বিভিন্ন জায়গায় শুভেন্দুর সভার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা গিয়েছে বিজেপিকে। কয়েকদিন আগেই বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু। প্রথমে ৫ নভেম্বর ওই মিছিল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু, প্রশাসনের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সেখানে রাজ্য সরকার যুক্তি দিয়েছিল, ৫ নভেম্বর গুরুনানকের জন্মজয়ন্তী। ওইদিন ওই এলাকায় বহু মানুষ জড়ো হন। তাই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর বিজেপি মিছিলের দিন পরিবর্তনে সম্মত হয়। তারপরই গত ৯ নভেম্বর বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিল করে বিজেপি।