Calcutta High Court: বর্ধমানে শুভেন্দুর মিছিলের দিন বদলাল, হাইকোর্টে কী বলল বিজেপি?
BJP rally date change: বুধবার (৫ নভেম্বর) বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু, প্রশাসন অনুমতি দেয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ মিছিলের অনুমতি দেয়।

কলকাতা: গুরু নানকের জন্মদিনে বর্ধমানে মিছিল নিয়ে পিছু হটল বিজেপি। শিখ ধর্মাবলম্বী মানুষের কথা ভেবে কর্মসূচি পিছিয়ে দিতে তারা প্রস্তুত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে একথা জানালেন বিজেপির আইনজীবী। আগামিকালের (৫ নভেম্বর) পরিবর্তে বর্ধমানে ওই মিছিল হবে আগামী ৯ নভেম্বর। রাজ্যের আইনজীবীও এদিন আদালতে জানালেন, ৯ নভেম্বর মিছিল করলে অনুমতি দিতে প্রশাসনের কোনও অসুবিধা নেই।
বুধবার (৫ নভেম্বর) বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু, প্রশাসন অনুমতি দেয়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ মিছিলের অনুমতি দেয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।
এদিন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বলা হয়, বুধবার গুরু নানকের জন্মদিনে ওই অঞ্চলে মিছিল হল প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। রাজ্য বিজেপির আইনজীবী তখন জানান, শিখ ধর্মাবলম্বীদের কথা ভেবে মিছিলের দিন পিছিয়ে দিতে তাঁদের কোনও আপত্তি নেই। এরপরই ঠিক হয়, ৯ নভেম্বর হবে ওই মিছিল। রাজ্যও জানিয়েছে, ৯ তারিখ মিছিল হলে প্রশাসনেরও কোনও আপত্তি নেই।
বুধবার বর্ধমানে ওই মিছিলে হাঁটার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবারের সেই মিছিল হবে রবিবার। এসআইআর নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ওই মিছিল হওয়ার কথা। দিন পরিবর্তনের পর রবিবার শুভেন্দু ওই মিছিল থেকে কী বার্তা দেন, সেটাই এখন দেখার।
