AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: শর্তসাপেক্ষে প্যারাটিচারদের অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের

Calcutta High Court: আদালতের আরও নির্দেশ, 'ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডে'র নিয়ম মেনে মাইক ব্যবহার করা যাবে। রাস্তা ব্লক করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট বা কোন ভাবে সরকারি আধিকারিক দের আক্রমণ করা যাবে না। কোনওরকমের বিদ্বেষ ও প্ররোচনামূলক মন্তব্য অবস্থান মঞ্চ থেকে করা যাবে না। কম করে ৫ জন আয়োজকের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে।

Calcutta High Court: শর্তসাপেক্ষে প্যারাটিচারদের অবস্থান বিক্ষোভে অনুমতি হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 5:57 PM
Share

কলকাতা: শর্ত সাপেক্ষে প্যারাটিচারদের শান্তিপূর্ণ অবস্থান করার অনুমতি আদালতের। শুক্রবার  অনুমতি দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ১৭ নভেম্বর থেকে ২৬ নভেম্বর শান্তিপূর্ণ অবস্থান করা যাবে। রোজ সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত অবস্থান করতে পারবেন প্যারা টিচাররা।  ৫০০ জনের বেশি অবস্থান করতে পারবেন না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে।  সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাথে অবস্থান করা যাবে।

আদালতের আরও নির্দেশ, ‘ওয়েস্ট বেঙ্গল সাউন্ড কন্ট্রোল বোর্ডে’র নিয়ম মেনে মাইক ব্যবহার করা যাবে। রাস্তা ব্লক করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট বা কোন ভাবে সরকারি আধিকারিক দের আক্রমণ করা যাবে না। কোনওরকমের বিদ্বেষ ও প্ররোচনামূলক মন্তব্য অবস্থান মঞ্চ থেকে করা যাবে না। কম করে ৫ জন আয়োজকের ফোন নম্বর পুলিশকে দিয়ে রাখতে হবে।

প্যারাটিচারদের দাবি, ২০১৮ সালে শেষবার বেতন বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে আর সেই নিয়ে কোনও রকম পদক্ষেপ করেনি রাজ্য সরকার। পাশাপাশি, শূন্যপদ পূরণ ও ইপিএফ চালু করারও দাবি দীর্ঘদিনের। এই নিয়ে এর আগে নবান্ন  অভিযানেরও ডাক দিয়েছিলেন প্যারাটিচাররা। 

এক প্রতিবাদী পার্শ্ব শিক্ষক বলেন, “চলতি বছরের অগস্ট মাসেই বিকাশ ভবন থেকে বেতন বৃদ্ধির ফাইল নবান্নে পাঠানো হয়েছে। ওরা হাত তুলে দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে, তাদের আর কোনও করণীয় নেই। এবার বেতন বৃদ্ধি নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রীই নেবেন। ৯১ হাজার পার্শ্ব শিক্ষকের সংসারটা আর চলছে না। মাননীয় মুখ্যমন্ত্রী সংসারটা চালানোর জন্য কিছু ব্যবস্থা করুন।”