AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘পাঁচ মিনিটের মধ্যে FIR করতে হবে’, অভিযোগ শুনেই নির্দেশ দিলেন বিচারপতি বসু

Calcutta High Court: মামলায় আগেই তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছিলেন বিচারপতি। ওই কমিটি গোটা রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে, তা নিয়ে তদন্ত করে। সেখানেই সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

Calcutta High Court: 'পাঁচ মিনিটের মধ্যে FIR করতে হবে', অভিযোগ শুনেই নির্দেশ দিলেন বিচারপতি বসু
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran Bhattacharya/ INDIAPICTURE/UIG via Getty Images
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 5:45 PM
Share

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর বিরুদ্ধে তদন্ত করবে সিআইডি। দুর্নীতির অভিযোগ ওঠার পরও তাঁকে শিক্ষা দফতরের গুরুত্বপূর্ণ পদে কেন রাখা হল, সেই প্রশ্ন তুলেই মামলা হয় হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি নির্দেশ দেন, ৫ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে।

হাওড়ার শিবপুর স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক এবং হাওড়ার তৃণমূল মাধ্যমিক সমিতির জেনারেল সেক্রেটারি তথা তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম আগেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন। ২০০১ সালে হাইকোর্টের নির্দেশে চাকরি গেলেও তাকে স্কুলে বহাল রাখা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও এসেছে।

এই অভিযুক্তকেই জেলা শিক্ষা দফতরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সোমা রায় এই অভিযোগ তুলে মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলায় আগেই তিন সদস্যের কমিটি গড়ে দেন বিচারপতি। ওই কমিটি গোটা রাজ্যে কোথায় বেআইনি নিয়োগ আছে, তা নিয়ে তদন্ত করে। সেখানেই সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এদিন মামলা শুরু করার পর ওই শিক্ষক নেতার বিরুদ্ধে অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তিনি জানান, ডিআই-কে সিরাজুলের বিরুদ্ধে এফআইআর করতে পাঠিয়েছেন। এরপরেও পুলিশ অভিযোগ নিচ্ছে না। বিচারপতি নির্দেশ দেন, পাঁচ মিনিটের মধ্যে এফআইআর করতে হবে। হাওড়া সদর থানাকে এফআইআর করার নির্দেশ দেয় আদালত।