Calcutta High Court: কলকাতা হাইকোর্টের আইনজীবীকে জেল খাটার নির্দেশ কলকাতা হাইকোর্টেরই! নেপথ্যে ভয়ঙ্কর অভিযোগ
Calcutta High Court: এর আগে হাইকোর্টের অন্তত দুটি বেঞ্চ পৃথক পৃথক মামলায় ওই আইনজীবীর আচার আচরণের সমালোচনা করে তাঁকে সতর্ক করা হয়। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মামলা করেন আইনজীবী।

কলকাতা: হাইকোর্টের আইনজীবী হয়েও আদালতের নির্দেশ কার্যকর না করতে মক্কেলকে পরামর্শ। বিচারপতিদের নামে কুৎসার অভিযোগ। আইনজীবী অরুণাংশ চক্রবর্তীকে চার দিনের জেল খাটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের হয়ে তিনি মামলা লড়েন। সেখানেই হাইকোর্টের নির্দেশ না মানতে ওই অধ্যাপককে পরামর্শ দেন বলে অভিযোগ। পরবর্তীকে এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও একই পদক্ষেপ করেন বলে অভিযোগ। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ আইনজীবী অরুনাংশু চক্রবর্তীকে শেরিফের মাধ্যমে গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দেন। রাতেই তাঁকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এর আগে হাইকোর্টের অন্তত দুটি বেঞ্চ পৃথক পৃথক মামলায় ওই আইনজীবীর আচার আচরণের সমালোচনা করে তাঁকে সতর্ক করা হয়। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের মামলা করেন আইনজীবী। সেই মামলায় হাইকোর্টের নির্দেশ না মানতে ওই শিক্ষককে পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে সেখানকার এক রেজিষ্ট্রারের বিরুদ্ধে মামলাতেও তিনি একই পদক্ষেপ করেন বলে অভিযোগ।
ফেসবুকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তথা কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও কুৎসা করেন।বিচারপতি কৌশিক চন্দ সম্পর্কে কুমন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় তাঁর বিরুদ্ধে আদালতে হলফনামা দেয়। এরপরেও নিজের বিরুদ্ধে কোনও অভিযোগই অস্বীকার করেনি । আবার তিনি হলফনামা দিলেও নিজের কাজের জন্য ক্ষমাও চাননি। হাইকোর্ট তাঁকে প্রতীকী হিসেবে চারদিনের সাধারণ জেল খাটার সাজা দিয়েছে।





