Cancer: বাজেটে ক্যানসারের ওষুধ দাম কমেছে, সেই সব ওষুধ কি আদৌ কাজে লাগে? কী বলছেন চিকিৎসকরা?

Cancer: এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসে কিনা, তা নিয়ে আকাঙ্খায় ছিলেন  মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। তাতে কিছুটা আশার আলো দেখেন তাঁরা। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Cancer: বাজেটে ক্যানসারের ওষুধ দাম কমেছে, সেই সব ওষুধ কি আদৌ কাজে লাগে? কী বলছেন চিকিৎসকরা?
কী বলছেন চিকিৎসকরা? Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 5:07 PM

কলকাতা:  ক্যান্সারের ওষুধের দাম কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা আইএম‌এ বেঙ্গলের।  ক্যান্সারের ১১টি ওষুধের দাম কমানোর দাবি নিয়ে এবার সমালোচনা। চিকিৎসকদের একাংশের তরফে দাবি উঠছে, ক্যান্সারের সাধারণ কোন‌ও ওষুধের দাম কমানো হয়নি। যে সকল ওষুধের দাম কমানো হয়েছে সেগুলি সচরাচর ব্যবহার হয় না।  বাজেটের ঘোষণার সমালোচনা করে সরব হন আইএম‌এ রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন।

চিকিৎসক শান্তনু সেন বলেন, “বাজেটে যখন প্রথমে ক্যান্সারের ওষুধের দাম কমানোর কথা বলা হয়, তখন এক চিকিৎসক হিসাবে আপাত দৃষ্টিতে খুূব ভাল পদক্ষেপ বলে মনে হয়। পরবর্তীক্ষেত্রে পুরো বাজেটটা পড়ার পর দেখা গেল, যে ওষুধগুলোর দাম কমানো হয়েছে, তার ব্যবহার খুব কম। যাঁদের আর্থিক স্বচ্ছলতা রয়েছে, যাঁরা খরচ করতে পারবেন বোঝা যায়, সেটা বুঝেই চিকিৎসকরা এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন।”

তিনি আরও বলেন, “এখন যা হার, তাতে প্রত্যেক ৯ জন মানুষের মধ্যে এক জন ক্যান্সারে আক্রান্ত। সেখানে দাঁড়িয়ে প্রচলিত যে ওষুধ, কেমো থেরাপিতে যে ওষুধ লাগে, তার দাম এক ফোঁটাও কমেনি।” কেমো থেরাপি চলাকালীন ব্যবহৃত প্রচলিত ওষুধের দাম কমানোর আবেদন জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আসে কিনা, তা নিয়ে আকাঙ্খায় ছিলেন  মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা। তাতে কিছুটা আশার আলো দেখেন তাঁরা। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ ছাড়া ৬টি জীবনদায়ী ওষুধের উপরে শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মলা জানান, ক্যানসার আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ক্যান্সারের চিকিৎসায় ব্য়বহৃত যে সব ওষুধের দাম কমেছে, তার ব্যবহার খুব কম বলেই মত চিকিৎসকদের একাংশের।