Pollution in Kolkata: বাঁচবে না কলকাতা? দলেরই কাউন্সিলরের প্রশ্নবাণে বিদ্ধ ফিরহাদ

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Dec 21, 2024 | 4:56 PM

Pollution in Kolkata: ওয়াকিবহাল মহলের মতে, যে পুরসভা শহরের বায়ু দূষণ নিয়ে প্রতি ক্ষেত্রে নিজেদের ক্লিনচিট দিয়ে থাকে, এই ক্ষমতাশীল দলেরই একজন কাউন্সিলরের প্রশ্নে শাসকদলের ট্রেজারি বেঞ্চ যে অস্বস্তিতে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Pollution in Kolkata: বাঁচবে না কলকাতা? দলেরই কাউন্সিলরের প্রশ্নবাণে বিদ্ধ ফিরহাদ
ফিরহাদ হাকিম
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শহরের বায়ু দূষণ নিয়ে সাফাই দিতে গিয়ে পাল্টা তৃণমূল কাউন্সিলরের সপাটে জবাবে অস্বস্তিতে মেয়র পরিষদ সদস্য। কলকাতা পৌরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে শহরের বায়ু দূষণ নিয়ে প্রশ্ন তোলেন। তার উত্তর দিতে ওঠেন পরিবেশ বিভাগের মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার। কিন্তু দেখা যায়, যে প্রশ্নটি বিশ্বরূপ দে তুলেছেন, তার উত্তর না দিয়ে কলকাতায় কত জলভূমি বোঝানো রুখেছেন, কী কী বৈঠক করেছেন এই ধরনের একাধিক বিষয়ে সাফাই দিতে থাকেন।

এই প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিশ্বরূপ দে একেবারে নিজের টেবিলে উঠে পড়েন। তাঁর সাফ কথা, যে বিষয়টি নিয়ে উত্তর চাওয়া হয়েছে, সেটা শুধু জানতে চাইছি। তাঁর প্রশ্ন, বিশ্বের বায়ু দূষণের ইনডেক্সে কলকাতা স্থান পেয়েছে। তাহলে কি কলকাতা পৌরসভা বায়ু দূষণ রুখতে ব্যর্থ হচ্ছে? খোদ দলের কাউন্সিলরের এমন বক্তব্যে রীতিমতো থতমত খেয়ে যান পরিবেশ বিভাগের দায়িত্ব প্রাক্ত মেয়র পরিষদ। থামিয়ে দেন নিজের বক্তব্য। 

ওয়াকিবহাল মহলের মতে, যে পুরসভা শহরের বায়ু দূষণ নিয়ে প্রতি ক্ষেত্রে নিজেদের ক্লিনচিট দিয়ে থাকে, এই ক্ষমতাশীল দলেরই একজন কাউন্সিলরের প্রশ্নে শাসকদলের ট্রেজারি বেঞ্চ যে অস্বস্তিতে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেউ কেউ মুখে হাত দিয়ে হাসতেও থাকেন বিশ্বরূপ দে’র প্রশ্নে। এদিকে স্বপন সমাদ্দার যে অস্বস্তিতে পড়েছেন তা টের পেয়েই উঠে পড়েন মেয়র ফিরহাদ হাকিম। উঠে গিয়ে নিজের বক্তব্য রাখতে শুরু করেন। দেন একের পর এক সাফাই। যদিও সেসব খুব একটা কানে তুলতে দেখা যায়নি বিশ্বরূপ দে-কে। পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেন। কলকাতাকে কি দূষণের ইনডেক্সের বাইরে আনা যাবে না? কেন কলকাতার অবস্থায় এই ধরনের হবে? এই জাতীয় একাধিক প্রশ্ন করতে থাকেন বিশ্বরূপ। কিন্তু, ফিরহাদ ততক্ষণে বক্তব্যের মোড় অন্যদিকে ঘোরাতে শুরু করেছেন। 

এই খবরটিও পড়ুন

যদিও বিতর্কের আবহে নিজের বক্তব্যেই অনড় বিশ্বরূপ। তাঁর স্পষ্ট কথা, আমি মানুষের দ্বারা নির্বাচিত। তাই মানুষ যা মনে করে আমি সেই কথাই তুলে ধরি। তাঁর দলেরই কেউ কেউ বলছেন, একদম ঠিক প্রশ্ন ঠিক জায়গায় করেছেন বিশ্বরূপ। তাতেই অস্বস্তিতে পড়েছে পুরসভা। কারণ যে ধরনের আশ্বাস মুখে দেওয়া হয় তার কোনও বাস্তব প্রতিফলন দেখতে পাওয়া যায় না। যদিও খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। তাঁদের দাবি, দলেরই কাউন্সিলরের একের পর এক প্রশ্নবাণে পরিবেশ বিভাগের আসল কঙ্কালসার চেহারাটাই প্রকাশ্যে এসে গিয়েছে। 

Next Article