Accident at SSKM: আচমকা ব্যাক গিয়ারে ছুটল গাড়ি, এসএসকেএমের সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত মহিলা ও দুই শিশু

Accident: এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident)। বেপরোয়া এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা এবং দুই শিশু।

Accident at SSKM: আচমকা ব্যাক গিয়ারে ছুটল গাড়ি, এসএসকেএমের সামনে ভয়াবহ দুর্ঘটনায় আহত মহিলা ও দুই শিশু
এসএসকেএম হাসপাতালের সামনে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 4:00 PM

কলকাতা: এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident)। বেপরোয়া এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক মহিলা এবং দুই শিশু। কিছুদূর ছুটে গিয়ে আরও একটি স্কুটার কে ধাক্কা মারে গাড়িটি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই মহিলা ও দুই শিশু। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, রবিবার দুপুরে এসএসকেএম হাসপাতালের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মা ও দুই শিশুকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যস্ত এই রাস্তায় আচমকা ব্যাক গিয়ারে চার চাকার একটি গাড়ি ছুটতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তারা ধাক্কা মারে পথচারী এক মহিলা ও তাঁর দুই সন্তানকে। গাড়িতে চাকায় জড়িয়ে যাওয়া ওই মহিলাকে বেশ কিছুটা টেনেহিঁচড়ে চলে গাড়িটি বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

এখানেই গাড়িটি না থেমে একটি স্কুটারকে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর অবস্থায় ওই মহিলা ও দুই শিশুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মহিলার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে এই দুর্ঘটনার পরে বিক্ষোভ শুরু করেন কয়েকজন স্থানীয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবীন্দ্র সদনের দিক থেকে আসা এই গাড়িটি বেশ গতি নিয়ে ছুটে আসছিল। এসএসকেএম হাসপাতালের সামনে এসে হঠাৎই সেটা ব্যাক গিয়ার দিয়ে পিছনের দিকে যেতে শুরু করে। আচমকা ওই গাড়িটির এভাবে পিছিয়ে যাওয়ায় পথচলতি ওই মহিলা সরে যাওয়ার সুযোগ পাননি। তাঁকে ও দুই শিশুকে ধাক্কা দিয়ে গাড়িটি না থেমে একটি স্কুটারকে ধাক্কা মারে বলে অভিযোগ। স্কুটারের চালকও সামান্য আহত হয়েছেন বলে খবর ।

কেন হঠাৎ ব্যাক গিয়ারে ছুটতে শুরু করল গাড়িটি, তা জানা যায়নি। ইতিমধ্যে ওই গাড়ির চালককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

উল্লেখ্য, শনিবার ভাইফোঁটার দিন কলকাতার রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ) ঘটেছে চিংড়িহাটায় ওই গাড়ির ধাক্বায় মৃত্যু হল এক পথচারীর। পর পর ৭ জনকে ধাক্কা মারে একটি গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনের মৃত্যু হয়। ভয়াবহ দুর্ঘটনাটি  বাকি ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, চিংড়িহাটার বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন। সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। সেই গাড়িটি আচমকা ধাক্কা দেয় পথচারীদের। আহত হন সাত জন। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে পুলিশকর্মীরা। দ্রুত সাত জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা আহত হন। ২৪ ঘণ্টার মধ্যে শ হর কলকাতায় আরও একটি পথ দুর্ঘটনা হল। এবার ঘটনাস্থল এসএসকেএম হাসপাতাল।

আরও পড়ুন: Tathagata Roy: ‘স্বেচ্ছায় দল ছাড়ছি না’, আপাতত বিজেপি-তে বিবেকের পাঠ করবেন তথাগত