Anubrata Mondal: শক্তিগড়ে কেষ্টর সঙ্গে খেয়েছিলেন কচুরি, গরু পাচার মামলায় সেই কৃপাময়কে তলব সিবিআইয়ের

Anubrata Mondal: সূত্রের খবর, ‘কেষ্টদার’ যে কোনও দরকারে, যে কোনও কাজে সর্বদাই হাজির থাকতেন ‘ভাই’ কৃপাময়। কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেও পরিচয় রয়েছে তাঁর।

Anubrata Mondal: শক্তিগড়ে কেষ্টর সঙ্গে খেয়েছিলেন কচুরি, গরু পাচার মামলায় সেই কৃপাময়কে তলব সিবিআইয়ের
সবুজ পাঞ্জাবিতে কৃপাময় ঘোষImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2023 | 5:23 PM

কলকাতা: চলতি বছরের মার্চেই দিল্লিতে ডাক পড়েছিল। ডেকেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি (ED)। এবার বীরভূমের (Birbhum) তৃণমূল যুবনেতা কৃপাময় ঘোষকে বুধবার নিজাম প্যালেসের গরু পাচার মামলায় তলব করেছে সিবিআই (CBI)। প্রসঙ্গত, অনুব্রতকে যখন দিল্লি নিয়ে যাচ্ছিল ইডি তখনই পথে শক্তিগড়ে দাঁড়িয়েছিল গাড়ি। সেখানে অনুব্রতর সঙ্গে সবুজ পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে নিয়ে ঘনিয়েছিল রহস্য। তিনিই বাংলা ছাড়ার দিন অনুব্রতর সঙ্গে শক্তিগড়ে বেশ কিছুক্ষণ ‘গল্প’ করেন, কচুরিও খান। 

আসানসোল থেকে যাওয়ার পথে বর্ধমানের শক্তিগড়ে একটি হোটেলে দাঁড়িয়েছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। সেখানেই প্রাতঃরাশ খেতে শুরু করেন বীরভূমের এক সময়ের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সেখানেই কেষ্ট মণ্ডলের খাবার টেবিলে দেখা যায় সবুজ পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে। টিভিতে সেই ছবি দেখাতেই তা নিয়ে চাপানউতোর শুরু হয় নানা মহলে। কে তিনি, কীভাবে তিনি অনুব্রতর কাছে গেলেন তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। পরবর্তীতে জানা যায় এই ব্যক্তিই বীরভূমের তৃণমূল যুবনেতা কৃপাময় ঘোষ। কিন্তু, কে এই কৃপাময়?

সূত্রের খবর, ‘কেষ্টদার’ যে কোনও দরকারে, যে কোনও কাজে সর্বদাই হাজির থাকতেন ‘ভাই’ কৃপাময়। কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেও পরিচয় রয়েছে তাঁর। তবে গরু পাচার মামলায় গ্রেফতারির পর যে শুধু শক্তিগড়েই তাঁকে অনুব্রতর সঙ্গে দেখা গিয়েছিল এমনটা নয়। এর আগে দুবরাজপুর আদালতে অনুব্রতকে তোলার সময় দেখা মিলেছিল কৃপাময়ের।