CBI Raids: হালিশহর-কাঁচড়াপাড়ার প্রাক্তন পৌরপ্রধানদের বাড়িতেও CBI, জোরকদমে চলছে তল্লাশি

CBI Raids: এদিন সকালেই হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পৌঁছে যান চার সিবিআই অফিসার। সূত্রের খবর, গোটা বাড়িতেই চলছে তল্লাশি। বন্ধ করে দেওয়া হয়েছে গেট। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

CBI Raids: হালিশহর-কাঁচড়াপাড়ার প্রাক্তন পৌরপ্রধানদের বাড়িতেও CBI, জোরকদমে চলছে তল্লাশি
একযোগে চলছে তল্লাশিImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 11:10 AM

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তেড়েফুঁড়ে তদন্তে নেমেছে সিবিআই। রবিবার সকালে একযোগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে হানা হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে। চলছে তল্লাশি। সিবিআই হানা কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও। একযোগে তল্লাশি চলছে সব জায়গাতে। সকলেরই বাড়ি ঘিরে ফেলেছেন সিআইএসএফের জওয়ানরা।

এদিন সকালেই হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পৌঁছে যান চার সিবিআই অফিসার। সূত্রের খবর, গোটা বাড়িতেই চলছে তল্লাশি। বন্ধ করে দেওয়া হয়েছে গেট। বাইরের কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘেঁটে দেখা হচ্ছে আলামারি। একইসঙ্গে বাড়ির অন্যত্র যে সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলিও ঘেঁটে দেখছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, হালিশহর পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অংশুমানকে। 

জোরকদমে তল্লাশি চলছে কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও। কাঁচড়াপাড়া পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তেই এই হানা বলে খবর। তাঁর বাড়িতে গিয়েছে সিবিআইয়ের ৩ সদস্যের প্রতিনিধি দল। চিরুনি তল্লাশি চলছে গোটা বাড়িতে।