Paresh Paul: এবার অভিজিৎ খুনের চার্জশিটে পরেশ পালের নাম, সঙ্গে দুই কাউন্সিলরও
Paresh Paul: ২০২১-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়িতে হামলা হয়। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় অভিজিতের। ঘটনার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল উঠেছে। ভোট পরবর্তী হিংসার ওই ঘটনায় তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ।

কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নয়া মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দেওয়া চার্জশিটে দেওয়া হল তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম। দীর্ঘদিন ধরে বেলেঘাটার বিধায়ক পরেশের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভিজিৎ সরকারের পরিবার। সরাসরি তাঁর মদতেই অভিজিৎকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। অবশেষে সেই পরেশ পালের নাম চার্জশিটে ওঠায় কার্যত নৈতিক জয় হল সরকার পরিবারের।
বুধবার পরেশ পালের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এছাড়াও এলাকার দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও রয়েছে চার্জশিটে। মোট ১৮ জনের নাম রয়েছে। বিধায়কের মদতে গোটা খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
২০২১-এ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলেই বেলেঘাটায় অভিজিৎ সরকারের বাড়িতে হামলা হয়। দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় অভিজিতের। ঘটনার পর থেকেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল উঠেছে। ভোট পরবর্তী হিংসার ওই ঘটনায় তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। সরকার পরিবারের অভিযোগ ছিল, কলকাতা পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে তদন্ত করেছে। পরে আদালতের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। প্রায় চার বছর পর সেই মামলার চার্জশিটে উঠে এল বিধায়কের নাম।
অভিযোগ ছিল, ঘটনার আগে এলাকায় তৃণমূলের একটি সভা হয়েছিল। সেখান থেকে সরাসরি অভিজিৎ সরকারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সভা থেকে।
