Abhishek Banerjee at CBI office: নিজামে সিবিআই-এর ৯ সম্ভাব্য প্রশ্নের মুখোমুখি অভিষেক
Abhishek Banerjee at CBI office: সূত্রের খবর, একগুচ্ছ প্রশ্ন সাজানো হয়েছে সিবিআই-এর তরফে। মূলত কুন্তল ঘোষ ও তাঁর চিঠি সংক্রান্ত বিষয়েই অভিষেককে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।
কলকাতা: একজন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অন্যজন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত। সেই দুজনের বয়ানে মিল থাকাতেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের রায়দান, শুক্রবার সিবিআই-এর নোটিস আর শনিবারই অভিষেকের হাজিরা। নিজাম প্যালেসে অভিষেককে প্রশ্ন করতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। নির্ধারিত সময় সকাল ১১ টার ২ মিনিট আগেই সিবিআই দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক। সূত্রের খবর, একগুচ্ছ প্রশ্ন সাজানো হয়েছে সিবিআই-এর তরফে। মূলত কুন্তল ঘোষ ও তাঁর চিঠি সংক্রান্ত বিষয়েই অভিষেককে প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।
কী কী প্রশ্ন করা হতে পারে অভিষেককে?
১. আপনি কুন্তল ঘোষকে চেনেন? চিনে থাকলে কী ভাবে চেনেন?
২. কী সূত্রে কুন্তলের সঙ্গে পরিচয়? ফোনে বা সোশ্যাল মিডিয়ায় কথা হত?
৩. কুন্তল ঘোষ শুধুমাত্র আপনার নামই কেন বলতে গেলেন?
৪. কুন্তলের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ঠিক কতটা ছিল?
৫. আপনার শহিদ মিনারের বক্তব্যের পরই কুন্তল ঘোষ বলেন, ‘চাপ দিয়ে আপনার নাম বলানো হচ্ছে’, এবিষয়টি আপনার জানা আছে?
৬. দুর্নীতিতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের মুখে আপনার নাম শোনা গেল, কী বলবেন?
৭. কুন্তল ঘোষ আপনার বাড়িতে বা অফিসে কি নিয়মিত যাতায়াত করতেন?
৮. আপনার নাম বলে কেন্দ্রীয় সংস্থা চাপ দিচ্ছে, এমন অভিযোগ তুলে আদালতে চিঠি দিয়েছিলেন কুন্তল ঘোষ। আপনার জানা আছে?
৯. শুধু আদালত নয়, থানাতেও অভিযোগ জানিয়েছিলেন কুন্তল ঘোষ। যদিও আপনার বিরুদ্ধে কোনও অভিযোগ করা হয়নি? কেন চিঠিতে আপনার নাম উল্লেখ করা হল?
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে অন্যতম কুন্তল ঘোষ বর্তমানে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে চার্জশিটও পেশ করেছে সিবিআই।