RG Kar মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল CBI, উঠে এল নতুন তথ্য?
RG Kar Case: এর আগে নভেম্বর মাসের একবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। এবার ফের জমা। তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। নভেম্বরের পর নতুন করে আরও ১২ জনের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আদালতে জমা করা রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই।

কলকাতা: নভেম্বর মাসের পর আরজি কর মামলায় এদিন ফের শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, আরজি কর মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট আউট পোস্টের পুলিশ কর্মী ও টালা থানার একাধিক পুলিশ কর্মী এবং যে পুলিশ কর্মী জিডি নথিভুক্ত করেছিলেন তাঁদের ফোন কল ডিটেলস পরীক্ষা করা হয়েছে। পাশাপশি আরজি করের মেডিক্যাল ও নন মেডিক্যাল অফিসার ও কর্মীদের কয়েকজনের ফোন কল ডিটেলসও এক্সজামিন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এছাড়াও কলকাতা পুলিশের তরফে তদন্তে যাঁরা যুক্ত ছিলেন তাঁদের ফোন কল ডিটেলসও পরীক্ষা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে এদিন আদালতে আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত ও স্ট্যাটাস রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল নির্যাতিতার আইনজীবীকে। সঞ্জয় রায়ের সাজার বছর ঘুরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের অগ্রগতি নেই! তা নিয়েও আদালতে জোরাল সওয়াল করতে দেখা যায় নির্যাতিতার আইনজীবীকে।
এর আগে নভেম্বর মাসের একবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। এবার ফের জমা। তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। নভেম্বরের পর নতুন করে আরও ১২ জনের বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। আদালতে জমা করা রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। যদিও নির্যাতিতার আইনজীবীর সাফ কথা, ১৪ নভেম্বর আদালতের নির্দেশ মেনে তদন্তের অগ্রগতি হয়নি। এ নিয়ে এদিন শুনানিতে বারবার জোরাল সওয়াল করেন তিনি। অন্যদিকে এদিন আদালতে সিবিআই কেস ডায়েরিও জমা দিয়েছে বলে জানা যাচ্ছে।
