CBSE Result 2025: প্রকাশিত হল CBSE-এর ফল, পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা
CBSE 2025: ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা। পাশের হারেও এগিয়ে মেয়েরা। ৯১ শতাংশ মেয়েরা পাশ করেছে। শতাংশের বিচারে ৫.৯৪।

কলকাতা: সিবিএসসি দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হল। পাশের হার ৮৮.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাশের হার ০.৪১ শতাংশ বেড়েছে। ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা। পাশের হারেও এগিয়ে মেয়েরা। ৯১ শতাংশ মেয়েরা পাশ করেছে। শতাংশের বিচারে ৫.৯৪।
এবছর ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলে, দেশের ৪৪ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। বাংলায় এবছর মোট নথিভুক্ত পরীক্ষার্থী ৪৫ হাজার ৭৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ২৫ হাজার ২০৬, ছাত্রী ১৯ হাজার ৮৬৭। তার মধ্যে ২১ হাজার ৭৪৮ ছাত্র উত্তীর্ণ হয়েছে, ছাত্রী উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৩১৪। বাংলায় মোট পাশের হার ৮৯.১৬ শতাংশ। বাংলায় ছাত্র পাশ করেছে ৮৬.৩৩ শতাংশ ও ছাত্রী পাশ করেছে ৯২.৭২ শতাংশ। অর্থাৎ পাশের হারে বাংলাতেও এগিয়ে মেয়েরাই।
ছাত্রছাত্রীরা ফলাফল প্রকাশের পর বোর্ডের অফিসিয়াল থেকে জানতে পারবেন রেজাল্ট। নির্ধারিত ওয়েবসাইটগুলো হল- cbse.gov.in এবং results.cbse.nic.in অফিসিয়াল পোর্টাল ছাড়াও, ফলাফল প্রকাশের পর digilocker.gov.in এবং UMANG অ্যাপেও পাওয়া যাবে।

