SBI: খেলনা বন্দুক নিয়ে SBI-তে ‘ডাকাতির চেষ্টা’, হাতেনাতে ধরা পড়ে গেল কেন্দ্রীয় সরকারি কর্মী
SBI: ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূত্রে আরও জানা যাচ্ছে, ওই খেলনা পিস্তল নিয়ে ব্যাঙ্কে ঢুকে এক গ্রাহককেও ভয় দেখান। যা টাকা আছে দিতে বলেন। শোরগোল শুরু হতেই ধরে ফেলেন অন্য গ্রাহকরা। পাকড়াও করতে সাহায্য করেন ব্যাঙ্কের কর্মীরাও।

সুপ্রিয় গুহ ও কৌস্তভ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট
কলকাতা: ‘খেলনা’ পিস্তল দেখিয়ে ডাকাতির চেষ্টা। চাঞ্চল্যকর ঘটনা সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে স্টেট ব্যাঙ্কের শাখায়। অভিযোগ, এদিন দুপুরে একটি বন্দুক নিয়ে ঢুকে পড়েন এক যুবক। ব্যাঙ্কের এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখান ওই ব্যক্তি। পিছন থেকে সেই যুবককে জাপটে ধরেন ব্যাঙ্কের আর এক কর্মী। আশপাশে থাকা লোকজনও তাঁকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশে।
সার্ভে পার্ক থানায় খবর দিলে পুলিশ এসে আটক করে ওই যুবককে। পরে জানা যায় তাঁর হাতে যে বন্দুক ছিল সেটি আদপে খেলনা বন্দুক। সেই বন্দুকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত যুবকের নাম ডালিম বোস। সূত্রের খবর, সন্তোষপুর অ্যাভিনিউ সাউথে বাড়ি ডালিমের। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দমদমের ডাক বিভাগের কর্মী।
ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূত্রে আরও জানা যাচ্ছে, ওই খেলনা পিস্তল নিয়ে ব্যাঙ্কে ঢুকে এক গ্রাহককেও ভয় দেখান। যা টাকা আছে দিতে বলেন। শোরগোল শুরু হতেই ধরে ফেলেন অন্য গ্রাহকরা। পাকড়াও করতে সাহায্য করেন ব্যাঙ্কের কর্মীরাও। ডালিমের স্ত্রী জিপিও-তে কাজ করেন। স্ত্রী এখন সন্তানসম্ভবা। হঠাৎ কেন এই যুবক এমন কাণ্ড ঘটাল তা দেখে তাজ্জব প্রতিবেশীরাও। সকলেই বলছেন কোনও মানসিক সমস্যা নেই ডালিমের। আচমকা তিনি কেন এমনটা করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ঘটনার আগে বাড়ির লোকেদের বলে অফিস যাচ্ছি। কিন্তু, অফিস না গিয়ে যে তিনি এই কাণ্ড করবেন তা ভাবতেই পারছেন না পরিবারের সদস্যরা।
