AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব

Chief Justice of Calcutta High Court: কলকাতা হাইকোর্ট সহ বেশ কিছু হাইকোর্টে এতদিন ধরে প্রধান বিচারপতির নিয়োগ না হওয়ার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব সামলাচ্ছিলেন। ওই সব হাইকোর্টগুলিতে এবার প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে।

Calcutta High Court: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব
শপথ নি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 8:14 PM
Share

কলকাতা ও নয়া দিল্লি: দেশের একাধিক হাইকোর্টে প্রধান বিচারপতির নিয়োগ ও বদলি প্রক্রিয়া থমকে ছিল। এবার সেই হাইকোর্টগুলিতে প্রধান বিচারপতি নিয়োগ ও প্রয়োজনীয় বদলির অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রের তরফে দেশের ১৩ টি হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ ও বদলিতে অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট সহ বেশ কিছু হাইকোর্টে এতদিন ধরে প্রধান বিচারপতির নিয়োগ না হওয়ার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব সামলাচ্ছিলেন। ওই সব হাইকোর্টগুলিতে এবার প্রধান বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। তিনি এতদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। এবার তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হচ্ছে।

কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলে আসছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। তাঁকেও এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব।

এর পাশাপাশি রঞ্জিত ভি মোরেকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। সতীশ চন্দ্র শর্মা এতদিন কর্নাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলে এসেছেন। তাঁকে এবার তেলাঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হচ্ছে।

একইরকমভাবে আর ভি মালিমাথ হিমাচল প্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। তাঁকে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি রিতু রাজ অগাস্তিকে কর্নাটক হাইকোর্ট, অরবিন্দ কুমারকে গুজরাট হাইকোর্ট এবং প্রশান্ত কুমার মিশ্রকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি বেশ কয়েকটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে অন্যত্র বদলিরও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন এ এ কুরেশি। এখন তাঁকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হচ্ছে। একইরকমভাবে বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তিকে রাজস্থান হাইকোর্ট থেকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। মহম্মদ রফিককে মধ্য প্রদেশ হাইকোর্ট থেকে হিমাচল প্রদেশ হাইকোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে। মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হয়েছে এবং বিচারপতি এ কে গোস্বামীকে অন্ধ্র প্রদেশ থেকে ছত্তীসগঢ় হাইকোর্টে বদলি করার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : RG Kar Protest: পুলিশকে দিয়ে ফোন আন্দোলনরত পড়ুয়াদের বাড়িতে, অধ্যক্ষের পদত্যাগের দাবি আরও জোরদার আর জি করে