SIR in Bengal: জলপাইগুড়িতে BLO-র আত্মহত্যা নিয়ে বাড়ছে চাপানউতোর, এবার রিপোর্ট তলব কমিশনের

CEO seeks report: কাজের চাপে বিএলও-র মৃত্যুর অভিযোগ ওঠার পরই সরব হন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, "এসআইআরের অসহনীয় কাজের চাপে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন।"

SIR in Bengal: জলপাইগুড়িতে BLO-র আত্মহত্যা নিয়ে বাড়ছে চাপানউতোর, এবার রিপোর্ট তলব কমিশনের
জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চাইলেন সিইও?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 19, 2025 | 5:26 PM

কলকাতা ও জলপাইগুড়ি: মালবাজারে এক বিএলও-র আত্মহত্যা ঘিরে চাপানউতোর আরও বাড়ল। কাজের চাপে বিএলও শান্তি মুনি ওরাওঁ আত্মঘাতী হয়েছেন বলে তাঁর পরিবারের অভিযোগ। এই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই এই নিয়ে তৎপর হল জাতীয় নির্বাচন কমিশন। জলপাইগুড়ির জেলাশাসক তথা ডিইও-র কাছ থেকে রিপোর্ট তলব করল। মালবাজারের ওই বুথ লেভেল অফিসারের কী কারণে মৃত্যু হয়েছে, তা নিয়ে দ্রুত রিপোর্ট পাঠাতে জলপাইগুড়ির জেলাশাসককে চিঠি লিখলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

বুধবার সকালে মালবাজারের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শান্তি মুনি ওরাওঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।আইসিডিএস কর্মী শান্তি মুনি বিএলও-র দায়িত্ব পালন করছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, বিএলও-র দায়িত্ব পালন করতে গিয়ে দিনরাত চাপে থাকতেন শান্তি। এমনকি, দায়িত্ব ছাড়ার জন্যও যুগ্ম বিডিও-কে বলেছিলেন। কিন্তু, তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়। বাংলা না জানায় আরও সমস্যায় পড়েছিলেন তিনি। আর সেই চাপেই তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।

কাজের চাপে বিএলও-র মৃত্যুর অভিযোগ ওঠার পরই সরব হন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, “এসআইআরের অসহনীয় কাজের চাপে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন।” মমতা আরও লেখেন, “যে কাজটা শেষ করতে আগে ৩ বছর লাগত, রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতে নির্বাচনের আগে ২ মাসে সেই কাজ শেষ করতে বিএলও-দের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে।” আরও প্রাণ ‘যাওয়ার আগে’ এসআইআরের কাজে থামানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। 

মমতার এই পোস্টের পরই তড়িঘড়ি ব্যবস্থা নেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলাশাসকের কাছ থেকে ওই বিএলও-র মৃত্যু নিয়ে রিপোর্ট চাইলেন। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনে ওই রিপোর্ট পাঠানো হবে।