Mihir-Chandrima: ‘আমাদের প্রসব যন্ত্রণার পর আপনারা জন্ম নেন’, মিহিরকে এ কথা কেন বললেন চন্দ্রিমা?

West Bengal Assembly: চন্দ্রিমা বললেন, 'মিহির গোস্বামী আমাকে অর্ধমন্ত্রী বলেছেন। একজন মহিলাকে যে মন্তব্য করেছেন, তা ঠিক নয়।'

Mihir-Chandrima: 'আমাদের প্রসব যন্ত্রণার পর আপনারা জন্ম নেন', মিহিরকে এ কথা কেন বললেন চন্দ্রিমা?
চন্দ্রিমা ভট্টাচার্য ও মিহির গোস্বামী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 7:04 PM

কলকাতা: রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বাজেট অধিবেশনে বাক্যবাণ অব্যাহত। রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, বাজেটের উপর আলোচনা চলার সময় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী তাঁকে ‘অর্ধমন্ত্রী’ বলে খোঁচা দিয়েছেন। আর তাতেই বেজায় বিরক্ত মন্ত্রী। পাল্টা মিহির গোস্বামীকে ‘অমানুষ’ বলে আক্রমণ করলেন চন্দ্রিমা। বললেন, ‘মিহির গোস্বামী আমাকে অর্ধমন্ত্রী বলেছেন। একজন মহিলাকে যে মন্তব্য করেছেন, তা ঠিক নয়। আমাদের (মহিলা) প্রসব যন্ত্রণার পর আপনাদের (পুরুষ) জন্ম হয়। আমরা তো মায়ের জাত। তাই কিছু মনে করিনি। এটা ভুল করেছেন আপনি। মিহিরবাবু আপনি অমানুষ।’

এর পাশাপাশি বাজেট প্রস্তাব পাঠ করার সময় চিরকুট বিতর্ক নিয়েও এদিন মুখ খুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বললেন,'(বিরোধীরা) চিরকুটের কথা বলছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা ঘোষণা করেছি। ওটা প্রস্তাব আকারে দিইনি। এই ঘোষণা জন্য কোনও ক্যাবিনেটের অনুমোদন লাগে না। আপনি যতই আমায় অসম্পূর্ণ, অর্ধমন্ত্রী বলুন না কেন… সংবিধান আমায় সেই অধিকার দিয়েছে। এক শ্রেণির মানুষকে আপনারা তিন শতাংশ ডিএ নিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।’

বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আক্রমণ ও প্রতি আক্রমণের মধ্যেই সরগরম বিধানসভার অধিবেশন কক্ষ। মিহির গোস্বামীকে ‘অমানুষ’ বলে চন্দ্রিমা ভট্টাচার্যর খোঁচা দেওয়া এই শব্দ বাতিলের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন বিজেপি শংকর ঘোষ। বাজেট নিয়ে এদিনের আলোচনার শেষে এই আবেদন করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। সেই সঙ্গে এই মন্তব্যের জেরে চন্দ্রিমার বিরুদ্ধে সচিবের কাছে প্রিভিলেজ মোশন জমা দিলেন অপর বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে বললেন, ‘চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে আমরা প্রিভিলেজ মোশন আনছি। তিনি অধিবেশন কক্ষে একটি অত্যন্ত অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন মিহির গোস্বামীর বিরুদ্ধে। বলেছেন, উনি অমানুষ। এভাবে কাউকে বলা যায় না।’

যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিহির গোস্বামী জানান, তিনি অর্ধমন্ত্রী বলে কোনও শব্দ ব্যবহার করেননি। মিহিরের কথায়, তিনি চন্দ্রিমা ভট্টাচার্যকে সম্মান করেন এবং তিনি অর্ধমন্ত্রী নয়, রাষ্ট্রমন্ত্রী বলেছিলেন।

এদিকে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিকদের জানিয়েছেন, ‘প্রিভিলেজ যখন জমা দিয়েছে, তখন আমি অফিশিয়াল ডকুমেন্ট দেখে তারপর সিদ্ধান্ত নেব।’ তবে অসংসদীয় শব্দ ব্যবহারের যে অভিযোগ উঠছে, সেই বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘নিজেদের সংযত হওয়া উচিত। নিজের উপর সংযম থাকা দরকার।’ যদিও ‘অমানুষ’ শব্দটির বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি তিনি। অধ্যক্ষ জানান, তিনি গোটা বিষয়টি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন।