Charu Market Gun Fire: কেন মেঝেতে গুলি, চারু মার্কেটে টার্গেট সামনে পেয়েও কেন ছাড়ল দুষ্কৃতীরা?
Charu Market Gun Fire: দুপুরের সময় বেছে নিয়েছিল দুষ্কৃতীরা, কারণ ওই সময় লোক কম থাকে। কিন্তু মেঝেতে কেন গুলি, তা নিয়েই ধোঁয়াশা রয়েছে পুলিশ। জানা গিয়েছে, জিমের মালিক জয় শৌচাগার থেকে আসার আগে গুলি মাটিতে করে পালায় দুষ্কৃতীরা। পরিকল্পনা করে ভয় দেখানোর জন্যই গুলি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

কলকাতা: চারু মার্কেট এলাকায় একটি জিমে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ তদন্তে জানতে পেরেছে, রেইকি করে হামলা চালানো হয়েছিল ওই জিমে। কীভাবে গুলি চালিয়ে কোথা থেকে পালাতে হবে, তা পরিকল্পনা করে ছিল সূত্রের খবর। জিমের কাছে একটি নির্জন এলাকা দিয়ে সিসি ক্যামেরার আওতায় নেই সেই জায়গা দিয়ে পালায় দুষ্কৃতীরা, তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ।
দুপুরের সময় বেছে নিয়েছিল দুষ্কৃতীরা, কারণ ওই সময় লোক কম থাকে। কিন্তু মেঝেতে কেন গুলি, তা নিয়েই ধোঁয়াশা রয়েছে পুলিশ। জানা গিয়েছে, জিমের মালিক জয় শৌচাগার থেকে আসার আগে গুলি মাটিতে করে পালায় দুষ্কৃতীরা। পরিকল্পনা করে ভয় দেখানোর জন্যই গুলি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
মহালয়া অর্থাৎ রবিবার দুপুর সাড়ে ১২টার সময় চারু মার্কেট এলাকায় ওই জিমে দুটি বাইকে করে আসেন চার দুষ্কৃতী। সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে যান দোতলার জিমের রিসেপশনে। সেখানে থাকা মহিলার কাছে খোঁজ নেন জিমের মালিক জয় সম্পর্কে। জয় তখন পাশের একটি ঘরে ছিলেন। এরপর আচমকাই শোনা যায় গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরে পরপর দু রাউন্ড গুলি চালিয়ে বাইকে চেপে ফিরে যান তাঁরা।
চারু মার্কেট থানা থেকে মাত্র ২৮০ মিটারের মধ্যেই রয়েছে এই জিম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশবাহিনী।সিসিটিভি ফুটেজ না থাকায়, এখনও দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। তদন্তে বেগ পেতে হচ্ছে পুলিশকে।
