
অল্প বয়সে যে ছেলে ঘর ছেড়েছিল সে ঘরে ফির ৬০ বছর বয়সে। বসন্তের অপেক্ষা শেষ হল তপ্ত বৈশাখে। বিয়ে করে ফেললেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

বিয়েতে নেই কোনও আড়ম্বরের ছোঁয়া। চারদিকে যত মতই আসুক না কেন মায়ের নির্দেশই শেষ পর্যন্ত শিরোধার্য। আমি না থাকলে তোকে দেখবে কে, দিলীপকে বলেছিলেন মা পুষ্পলতা। তাঁর কথাতেই শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত।

কোথাও প্যান্ডেল নেই। তেমন আয়োজনও নেই। মায়ের কথা রাখতে ৬০ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসে পড়লেন দিলীপ ঘোষ। বাঁধছেন নতুন ঘর।

বিয়ের পরের দিনই আবার জন্মদিন দিলীপ ঘোষের। ইতিমধ্যেই তৃণমূলের হেভিওয়েটরা তাঁকে বিয়ের শুভেচ্ছা বার্তা তো জানিয়েইছেন, শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সকালেই দিলীপকে শুভেচ্ছা জানিয়ে যান সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, শমীক ভট্টাচার্যরা। আসেন কেন্দ্রীয় স্তরের নেতারাও।

বিয়ের মেনুতে থাকছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, রুই মাছের কালিয়া, পাঁচ মিশালি তরকারি। সঙ্গে থাকছে চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, আইসক্রিম।