Mamata Banerjee: গাড়ি-বাড়ি নেই মুখ্যমন্ত্রীর, জানেন মমতার মোট সম্পত্তি কত?

Bhabanipur By-Election: হলফনামা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোনার গয়না ও মূল্যবান সামগ্রী রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলি গ্রাম।

Mamata Banerjee: গাড়ি-বাড়ি নেই মুখ্যমন্ত্রীর, জানেন মমতার মোট সম্পত্তি কত?
মমতা বন্দ্যোপাধ্য়ায়, ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 13, 2021 | 4:19 PM

কলকাতা: ভবানীপুরের উপনির্বাচনে (Bhabanipur By Election) তৃণমূল প্রার্থী (TMC Candidate) হিসাবে শুক্রবারই মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মনোনয়নপত্রের সঙ্গেই ছিল বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তি, আয়-ব্যয় এবং ব্যক্তিগত তথ্য সংক্রান্ত হলফনামা। তাতে কী দেখা যাচ্ছে? কত টাকার মালিক বাংলার মুখ্যমন্ত্রী?

নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা। গত অর্থবর্ষের তুলনায় যা প্রায় ৫ লক্ষ টাকা বেশি। পাশাপাশি মমতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ১৩ লক্ষ ১১ হাজার ৫১২ টাকা। এদিকে হলফনামার তথ্য অনুযায়ী, ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। তাতে রয়েছে মুখ্যমন্ত্রীর গয়নার পরিমাণের কথাও। হলফনামা অনুযায়ী মুখ্যমন্ত্রীর ৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম অলঙ্কার রয়েছে।

তাছাড়া মুখ্যমন্ত্রীর নিজের নামে কোনও বাড়ি, গাড়ি, চাষযোগ্য জমি নেই। তিনি কোনও ঋণ-ও নেননি। কোনও কর বকেয়া নেই তাঁর নামে। হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কাছে এখন নগদ টাকার পরিমাণ ৬২ হাজার ৫৯০ টাকা।

পাশাপাশি বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা রয়েছে তাঁর। জাতীয় সেভিংস সার্টিফিকেট রয়েছে ১৮ হাজার ৪৯০ টাকা। সোনা-গয়না ও মূল্যবান সামগ্রী রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলি গ্রাম। যার বাজারমূল্য অনুযায়ী দাম ৪৩ হাজার ৮৩৭ টাকা। সবকিছু মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা।

উল্লেখ্য, ২০১৯-২০২০ অর্থবছরে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ছিল ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা। ২০১৮-২০১৯ অর্থবর্ষে মুখ্যমন্ত্রীর বার্ষিক আয় ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা ২০১৭-২০১৮ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৮ লক্ষ ৩৫ হাজার ৩০০ টাকা। ২০১৬-২০১৭ অর্থবর্ষে মুখ্যমন্ত্রীর আয় হয়েছিল ৯ লক্ষ ১৮ হাজার ৩০০ টাকা।

এর আগে মার্চ মাসে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়ার সময় মমতার কাছে নগদ অর্থ ছিল ৬৯ হাজার ২৫৫ টাকা। গত চয় মাসে তাঁর সম্পত্তির পরিমাণ পার্থক্য এটুকুই।

এদিকে মমতার বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল গত এপ্রিল বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমার সময়ে জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তি ৩ কোটি ৫২ লক্ষ ৮১ হাজার ৮৭৯ টাকার। আর তাঁর দেনার পরিমাণ ৬৫ লাখ ৭০ হাজার ২১০ টাকা। সেই হলফনামা অনুযায়ী আলাদাভাবে দেখতে গেলে প্রিয়াঙ্কার স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬০ লাখ টাকা এবং অস্থায়ী সম্পত্তি রয়েছে মোট ২ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৫১৬ টাকার।

আরও পড়ুন: অধিকারী গড়ে তৃণমূলের শক্তি পরীক্ষা! আজ কাঁথিতে শুভেন্দু ঘনিষ্ঠের ফুল বদলের সম্ভাবনা