AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chief Minister Mamata Banerjee : OBC-দের জন্য ৮০০ টাকা! ‘মেধাশ্রী’ নিয়ে বড় ঘোষণা মমতার

Chief Minister Mamata Banerjee : মমতার (Chief Minister Mamata Banerjee) দাবি তিনি চাকরি দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের যুবক-যুবতীদের, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে বিরোধীরা। পাশাপাশি এদিনের সভা থেকেই ওবিসিদের (OBC Scholarship) স্কলারশিপ বন্ধ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

Chief Minister Mamata Banerjee : OBC-দের জন্য ৮০০ টাকা! 'মেধাশ্রী' নিয়ে বড় ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 7:03 PM
Share

কলকাতা : কন্যাশ্রী (Kanyashree) ছিল, ছিল যুবশ্রী, এবার তালিকায় যুক্ত হতে চলেছে ‘মেধাশ্রী’ (Medhashree Scholarship)। রাজ্যের ওবিসি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের চাকরি বন্ধ হয়ে গিয়েছে, রেলে কোনও স্থায়ী চাকরি নেই। ১০০ দিনের টাকা দেওযার ক্ষেত্রেও হচ্ছে বঞ্চনা। এ ভাষাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তাঁর স্পষ্ট দাবি, “ভিক্ষা চাই না, প্রাপ্য দিতে হবে।” এরইপরেই বিজেপির নাম করে মমতার কটাক্ষ, “আমি যতটা পারব করব। সব কাজ সবাই করতে পারে না। কিন্তু, চেষ্টা করার মানসিকতা থাকা উচিত।” 

মমতার আরও দাবি তিনি চাকরি দেওয়ার চেষ্টা করছেন রাজ্যের যুবক-যুবতীদের, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে বিরোধীরা। পাশাপাশি এদিনের সভা থেকেই ওবিসিদের স্কলারশিপ বন্ধ নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তখনই ওবিসিদের জন্য করেন দেন বড় ঘোষণা।  তবে তার আগে স্কলারশিপ বন্ধ নিয়ে একপ্রস্থ সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। “ যারা ওবিসিদের টাকা বন্ধ করেছে তারা পাপ করতে পারে, আমি পারি না।” এ ভাষাতেই করেন আক্রমণ। বলেন, “আমাদের বাংলায় ১৭ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ আছে। আমাদের সরকার এসে এটা করেছি। তবে কোনও জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি। ওবিসির জন্য প্রজেক্ট ছিল। স্কলারশিপ পেত ওরা। কেন্দ্রীয় সরকার সেটাও বন্ধ করে দিয়েছে। ৮০০ টাকা করে পেত। তবে আপনারা চিন্তা করবেন না। আপনাদের পাহারাদার হিসাবে আমি থাকি সবসময়। আমি শুধু ইলেকশনের সময় কথা বলি না। সবসময় বলি। এই ওবিসি স্কলারশিপের টাকা আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই। যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে এসো না ওবিসি ভোট দাও।” 

হাতে আর মাত্র কিছুদিন। তারপরেই গোটা রাজ্যে বেজে যাবে পঞ্চায়েত ভোটের রণদামামা। ইতিমধ্যেই ‘দিদির দূতেরা’ একাধিক সরকারি প্রকল্প নিয়ে জনসচেতনতা বাড়াতে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। শুনছেন তাঁদের সমস্যার কথা। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের তপসিলি জাতি ও উপজাতির শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে পান। এরইমধ্যে এবার অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের স্কলারশিপের বোঝা মমতা নিজের কাঁধে তুলে নেওয়াকে পঞ্চায়েত ভোটের আগে তা তৃণমূলের ‘মাস্টারস্ট্রোক’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিনের সভা থেকে মমতাকে আরও বলতে শোনা যায়, “ আমি বলেছি ৮০০ টাকা করে দেব। রাজ্য সরকার দেবে। তার নাম দিয়েছি মেধাশ্রী। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। তাই ওবিসিদের টাকা যেহেতু আমরা দেব তাই তাদের জন্য একটা নাম দেওয়া উচিত। তাই আমি নাম দিয়েছি মেধাশ্রী। আজ থেকে ওবিসারা পাবেন মেধাশ্রী স্কলারশিপ।”