Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Child Death: জ্বর-শ্বাসকষ্ট, বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু ৬ মাসের একরত্তির

Child Death: হাসপাতাল সূ্তরে খবর, মৃত শিশুটির বয়স ছ'মাস। সে কল্যাণীর বাসিন্দা। গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছিল।

Child Death: জ্বর-শ্বাসকষ্ট, বি সি রায় হাসপাতালে ফের মৃত্যু ৬ মাসের একরত্তির
ফের বিসি রায় হাসপাতালে শিশুমৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 2:23 PM

কলকাতা: অ্যাডিনোর (Adenovirus) দাপটে রাজ্যে থরহরি বাংলায়। শুধু অ্যাডিনো নয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েও একের পর এক শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গোটা রাজ্যজুড়়ে প্রায় একই ছবি। প্রতিদিন শিশুমৃত্যুর খবর সামনে এসেছে। শনিবার ফের একরত্তির মৃত্যুর খবর সামনে এল বি সি রায় হাসপাতাল (BC Roy) থেকে।

হাসপাতাল সূ্তরে খবর, মৃত শিশুটির বয়স ছ’মাস। সে কল্যাণীর বাসিন্দা। গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশি নিয়ে ভুগছিল। এরপর কল্যাণী জেএনএম হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে গত ২৩ ফেব্রুয়ারি বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর আজ ভোর চারটে নাগাদ মৃত্যু হয় শিশুটির।

উল্লেখ্য, শুক্রবারও ক্যানিংয়ের এক শিশুর মৃত্যু খবর সামনে আসে। তিন মাস বয়সের এক শিশুকে গতকাল রাতে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে বিসি রায় হাসপাতালে রেফার করা হয়েছিল। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা ওই শিশুর জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ ছিল। গত বুধবার থেকে অসুস্থ ছিল ওই শিশু। এদিন সকালে ১১ টা নাগাদ বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় তার। শিশুর কোমর্বিডিটি ছিল বলে জানা গিয়েছে।

এ দিকে, লাগাতার শিশুমৃত্যু রুখতে সর্বক্ষণ খোলা রাখা কন্ট্রোল রুম (Control Room)। একটি ২৪ ঘণ্টা খোলা রাখা হেল্পলাইন নম্বরও (Helpline Number) চালু করা হয়েছে। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-৩১৩-৪৪৪-২২২। সাধারণ মানুষরা এই হেল্পলাইন নম্বরে ফোন করে এই সংক্রান্ত উদ্বেগের কথা জানাতে পারবেন এবং হাসপাতালে ভর্তি করার প্রয়োজন কি না, তাও জানাতে পারবেন।