AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Civic Police: উর্দি চুরি করে কনস্টেবল সেজে ‘মাতলামি’ সিভিকের! চলছে ‘দাদাগিরি’! শহরের রাস্তায় গুণধরের কীর্তি দেখে হতবাক পুলিশ

Civic Police: সিভিক ভলান্টিয়ারের এমন আচরণে কড়া প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলের। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "খোঁজ নিয়ে দেখুন ওই পোশাকটা সিভিক ভলান্টিয়ার চুরি করেছিলেন, নাকি কনস্টেবলই ওটা ভাড়া দিয়েছিলেন?"

Civic Police: উর্দি চুরি করে কনস্টেবল সেজে 'মাতলামি' সিভিকের! চলছে 'দাদাগিরি'! শহরের রাস্তায় গুণধরের কীর্তি দেখে হতবাক পুলিশ
এই সেই সিভিক ভলান্টিয়ারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2025 | 1:41 PM

কলকাতা: আরজি করের খুন ও ধর্ষণের ঘটনার পর এখনও এক বছরও কাটেনি। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল যে সঞ্জয় রাইয়ের নাম, তিনিও ছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনার পর রাজ্যের এই সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এবার ফের সামনে এল সেই সিভিকের অবাক করা কীর্তি। কনস্টেবলের পোশাক পরে দাদাগিরি করছে সিভিক!

খাস কলকাতার রাস্তায় দেখা গেল এমনই ছবি। কসবার রাস্তায় সন্ধ্য়ায় এক যুবককে মদ্যপ অবস্থায় দেখতে পান এলাকার মানুষজন। বেশ কিছুক্ষণ ধরে চলছিল তাঁর দাদাগিরি। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করতেই চড়াও হন ওই যুবক।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে এলাকার মানুষজন ১০০ ডায়ালে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কসবা থানার পুলিশ। তাঁরা গিয়ে ওই যুবকের কাছে জানতে চান তিনি কোথাকার কনস্টেবল? যুবক উত্তর দিতেই স্পষ্ট হয়ে যায় তিনি আসলে কনস্টেবল নন, সিভিক ভলান্টিয়ার। প্রগতি ময়দান থানার সিভিক ভলান্টিয়ার তিনি।

সিভিক ভলান্টিয়ার হয়ে ওই পোশাক পেলেন কোথা থেকে? সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে পুলিশের অনুমান থানায় রাখা কোনও কনস্টেবলের পোশাকই নিয়ে গিয়ে পরেছেন তিনি। নীরজ সিং নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সিভিক ভলান্টিয়ারের এমন আচরণে কড়া প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলের। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “খোঁজ নিয়ে দেখুন ওই পোশাকটা সিভিক ভলান্টিয়ার চুরি করেছিলেন, নাকি কনস্টেবলই ওটা ভাড়া দিয়েছিলেন? ওই পোশাক পরে টাকা তোলার কাজ করা হচ্ছিল?”

উল্লেখ্য, সম্প্রতি পাঁশকুড়ায় এক কিশোরের আত্মহত্যার ঘটনাতেও নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়ারের।