কলকাতা: বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপি থামছেই না। ভারতের বিরুদ্ধে আসছে লাগাতার হুমকি। এমনকী ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারিও দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী নেতাদের। এমনকী চারদিনেই কলকাতা দখলের কথা বলছেন মৌলবাদীরা। তা নিয়ে শোরগোলের মধ্যেই এবার বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সাফ কথা, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। সেই সঙ্গে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনার।
এদিন টিভি ৯ বাংলায় প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন, “বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে! এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের।”
এরপরেই ভারতীয় সেনার হয়ে ব্যাট ধরে সুকান্ত বলেন, “ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনও আইডিয়া নেই।পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে। তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার উদাহরণ বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া দরকার।” সম্প্রতি ভারত বিরোধী স্লোগান দিতে দেখা গিয়েছে বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজকে। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, “আমরা ইন্ডিয়ার কলকাতা, আগরতলা এবং সেভেন সিস্টার্স দখল করব। আমরা ইন্ডিয়া বাংলাদেশ দু’ দেশের মানচিত্রই নতুন করে আঁকব।” এ মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দুই দেশেই।