AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘এরিয়ার সমেত টাকা দিন’, ১০০ দিনের কাজ প্রসঙ্গে কেন্দ্রকে বললেন মমতা

CM Mamata Banerjee: আজ মুখ্য়মন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, "আমরা রিভিউ পিটিশনে যাব। কেন্দ্র ১৫৫ থেকে ১৫৬টা টিম পাঠিয়েছেন বাংলায়। গোটা বিষয়ে ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন ওঁরা। আমরা সবটাই করেছি। প্রথমে এরিয়ার দিক।"

CM Mamata Banerjee: 'এরিয়ার সমেত টাকা দিন', ১০০ দিনের কাজ প্রসঙ্গে কেন্দ্রকে বললেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 18, 2025 | 6:04 PM
Share

কলকাতা: অগস্ট মাস থেকেই বাংলায় ‘একশো দিনের কাজের’ প্রকল্প ফের চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এভাবে কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করা যায় না বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেনজির আক্রমণ শানিয়েছে কেন্দ্রকে। এবার কাজ শুরু করার পূর্বে বর্ধিত বকেয়ারও (এরিয়ার) দাবি জানিয়েছেন তিনি।

আজ মুখ্য়মন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, “আমরা রিভিউ পিটিশনে যাব। কেন্দ্র ১৫৫ থেকে ১৫৬টা টিম পাঠিয়েছেন বাংলায়। গোটা বিষয়ে ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন ওঁরা। আমরা সবটাই করেছি। প্রথমে এরিয়ার দিক।” তিনি অভিযোগ করেন, চার বছর ধরে আবাস যোজনা, একশো দিনের টাকা পাচ্ছে না রাজ্য।মমতা বলেন, “আপনাদের কাছে যা বকেয়া টাকা আছে সেটাও দিন। আর বর্ধিত বকেয়া দিন।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও সংযোজন করে বলেন, “ভারত সরকারের জানা উচিত আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি যাতে গরিব মানুষকে সাহায্য করা যায়। আমরা কোর্টে যাইনি। একটা স্বশাসিত সংস্থা গিয়েছিল কোর্টে। এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। ওরা প্রকল্প চালু করুক।”