
কলকাতা: ‘বেচারা’ অযোগ্যদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? যে সকল অযোগ্যদের চাকরি চলে গিয়েছে, তাঁদের জন্যও কিছু একটা ব্যবস্থা করার ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বস্তুত, বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন তিনি।
এ দিন মুখ্যমন্ত্রী প্রথমে জানান, তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যে বারোটি বিশ্ববিদ্যালয় ছিল। এখন রয়েছে ৪৭টা হয়েছে। এরপরই সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনা করা শুরু করেন তিনি। তখনই এই নিয়োগ সংক্রান্ত বিষয়টি ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৬ সালে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা কাটিয়ে ২০২৫ নিয়োগ। ৫৬ হাজার শূণ্যপদ। ৩৫ হাজারের জন্যও বিজ্ঞপ্তি হয়েছে। ২১ হাজারের ভ্যাকেন্সি হাতে আছে।” তিনি এও বলেন, “কিছু লোক কোর্টে চলে যায়। স্টে করে দেয়। টিচারদের চাকরি চলে গেল-আমি মানসিকভাবে খুশি নই।”
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাঁরা যোগ্য তাঁদের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, “যার যা বয়স তাঁরা তাতে অ্যাপ্লাই করতে পারবে। আমরা তাঁদের অ্যাডভান্টেজ দিয়েছি, পরীক্ষা দিয়ে তাতে যোগ্যরা স্বমহিমায় ফিরে আসতে পারে।” আরও বলেন, “২-৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। এরপর গ্রুপ সি, ডি-র প্রক্রিয়া শুরু হবে। যাঁরা ১০-১২ বছর চাকরি করেছে, তাদের বয়স পেরিয়ে গিয়েছে, তাদের কনসিডার করা হবে।”
এরপরই প্রসঙ্গ ক্রমে অযোগ্যদের কথা তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বেচারা টিচারিতে কাজ করেও আজ অযোগ্য। অযোগ্যদের জন্য আইনি আলোচনা করছি। টিচার হতে পারবে না-কোর্টের জন্য, গ্রুপ সিতে যাতে জায়গা পায়, তার জন্য আইনের সঙ্গে আলোচনা করে জানাব । আমরা মানবিকভাবে দেখি।“