কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিধায়ক বায়রন বিশ্বাস। মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ অভিযোগও করেছেন বলে জানা যাচ্ছে। তাঁর দাবি, সাগরদিঘিতে সরকারের বেঁধে দেওয়া দামে কৃষকরা ধান বিক্রি করার সময় ৫০ কেজি পিছু পাঁচ কেজি করে ছাড় দিতে হচ্ছে। অর্থাৎ, ৫০ কেজি ধান বিক্রি করলে কৃষকরা পাচ্ছে ৪৫ কেজির দাম।
বিধায়কের অভিযোগ, এক সময় দুই থেকে আড়াই কেজি ধান দিতে হত। কিন্তু বিডিও-র নির্দেশে এটা বেড়ে পাঁচ কেজি হয়েছে। অর্থাৎ কোনও চাষি যদি ১০০ কেজি ধান বিক্রি করেন, তাহলে ১০ কেজি ধান এমনিই দিয়ে দিতে হচ্ছে। সূত্রের খবর, বায়রনের অভিযোগ শোনার পরেই মুখ্য সচিবকে বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যদি সত্যিই এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তা যাতে বন্ধ করা হয় তারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে উপস্থিত অন্য বিধায়কদেরও মুখ্যমন্ত্রী বলেন, “নিজেদের এলাকায় খোঁজ নিয়ে দেখুন এমন ঘটনা ঘটছে কি না! ঘটলে অবিলম্বে বন্ধ করুন। সরকারকে রিপোর্ট করুন। এটা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।” বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরেই বিভিন্ন জেলাশাসকের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। সেই নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের বেঁধে দেওয়া নিয়মে, সরকারি প্রক্রিয়া কৃষকদের থেকে ধান কেনার সময় কোনওভাবেই এত ছাড় নেওয়া যাবে না। কোথাও এরকম অভিযোগ উঠলে সরকার ব্যবস্থা নেবে।