কলকাতা: যখনই বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছেন, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন তাঁকে দেখতে। শেষবার (৯ অগস্ট, ২০২৩) হাসপাতাল থেকে যখন ফিরলেন তখনও সেখানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বারেবারে। চিকিৎসকদের সঙ্গে কথা বলা থেকে বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের খোঁজ নেওয়া সবটাই করেছেন মমতা। আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তবদ্ধ তিনি। শোকপ্রকাশ করলেন। ঘোষণা করলেন পূর্ণ দিবস ছুটির।
মমতা লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গিয়েছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।” একই সঙ্গে তিনি সিপিআই(এম)-এর সকল কর্মীদের শোকবার্তা দিয়েছেন।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024
উল্লেখ্য, বৃহস্পতিবার নিজের বাসভবন অর্থাৎ পাম অ্যাভিনিউতে সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রেখে গেলে স্ত্রী ও সন্তানকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন। বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, বৃহস্পতিবার সকালে এল মৃত্যুসংবাদ।