CM Mamata Banerjee: ‘ডিটেনশন ক্যাম্প হতে দেব না’ হুঁঁশিয়ারি দিয়েও ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কেন্দ্রকে কাজ করার বার্তা মমতার

SIR in Bengal: খানিক খোঁচা দিয়েই এদিন কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বলেন, “অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকাকে বলব অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্যও অনেক ধন্যবাদ। দয়া করে মনে রাখবেন যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই।”

CM Mamata Banerjee: ‘ডিটেনশন ক্যাম্প হতে দেব না’ হুঁঁশিয়ারি দিয়েও ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ কেন্দ্রকে কাজ করার বার্তা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Dec 02, 2025 | 5:36 PM

কলকাতা: দিচ্ছিলেন উন্নয়নের পাঁচালি, শেষ লগ্নে ফের উঠে এল সেই এসআইআর প্রসঙ্গ। বাংলায় যে কোনওভাবেই ডিটেনশন ক্যাম্প হবে না তাও বললেন জোর দিয়ে। ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। পাশাপাশি ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সংবিধানের কথা’ মনে করিয়ে দিলেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা।  

খানিক খোঁচা দিয়েই এদিন কেন্দ্রের উদ্দেশ্যে মমতা বলেন, “অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকাকে বলব অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্যও অনেক ধন্যবাদ। দয়া করে মনে রাখবেন যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই। আশা করি এটুকু আপনারা শুনতে পাচ্ছেন।” এপরই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা মনে করিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সবাই আশা করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তাঁদের কাজ শুধু ঝগড়া করা নয়। যাঁরা আমার বিরোধিতা করেন তাঁদেরও ধন্যবাদ। যাঁরা ভালবাসেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। যতদিন থাকবে শ্বাস ততদিন থাকবে আশ্বাস, ততদিন থাকবে বিশ্বাস, ভরসা।” 

গোটা বাংলাজুড়েই এসআইআর চলছে পুরোদমে। তবে মূল পর্ব শুরু হতেই গোটা রাজ্য থেকেই লাগাতার এসেছে একের পর এক মৃত্যুর খবর। জুড়ে গিয়েছে এসআইআর আতঙ্কের তত্ত্ব। এরইমধ্যে মমতার মুখে ফের একবার শোনা গেল বিগত কয়েক মাসে রাজ্য-রাজনীতির আঙিনায় বহুল চর্চিত ডিটেনশন ক্যাম্পের কথা। তবে বাংলাও যে কোনওভাবেই ডিটেনশন ক্যাম্পের ছবি দেখবে না তাও জোর দিয়ে বলেন। সংবিধান, দেশের মানুষ, গণতন্ত্রের কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে মমতা বলেন, “আমি কমিউনাল পলিটিক্স করি না, আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সব ধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করে কাউকে দুর্ভোগে পড়তে দিই না, অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলায় মানুষ বাংলায় ভাল থাকুক। আমরা যেমন অন্য রাজ্যে নাক গলাই না তেমনই কেন্দ্র সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন। কিন্তু এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ শাসকরা করত। জোর করে কোনও নির্দেশ চাপিয়ে দেবেন না। আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ।”