AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: ছাব্বিশেও ফের I-PAC? প্রতীক জৈনের সঙ্গে বৈঠক করলেন মমতা: সূত্র

Trinamool Congress: নবান্নে ওই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এর আগে আইপ্যাকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। তাহলে কী ফের ২০২৬ সালের বিধানসভা ভোটে আইপ্যাকে ভরসা তৃণমূলের? চাপানউতোর বাড়ছে।

Trinamool Congress: ছাব্বিশেও ফের I-PAC? প্রতীক জৈনের সঙ্গে বৈঠক করলেন মমতা: সূত্র
তৃণমূলে আইপ্যাকের ভূমিকা হ্রাস পাচ্ছে?Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 6:43 PM
Share

সৌরভ গুহ ও দীক্ষা ভুঁইঞার রিপোর্ট 

কলকাতা: আইপ্যাক-তৃণমূলের সম্পর্কের বরফ কি গলছে? সূত্রের খবর, বুধবার আইপ্যাকের কর্তা তথা ভোটকুশলী প্রতীক জৈনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ওই বৈঠক হয়েছে বলে খবর। প্রসঙ্গত, এর আগে আইপ্যাকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। তাহলে কী ফের ২০২৬ সালের বিধানসভা ভোটে আইপ্যাকে ভরসা তৃণমূলের? চাপানউতোর বাড়ছে। 

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় পথচলা শুরু করেছিল আইপ্যাক। সেই সময় ভোটকুশলী পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর এসেছিলেন নবান্নে। বৈঠক করেছিলেন মমতার সঙ্গে। পরবর্তী ক্ষেত্রে লাগাতার সম্পর্কের পারাপতন দেখা যায়। প্রকাশ্যেই আইপ্যাক নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে হেভিওয়েট সব তৃণমূল নেতাদের। 

মদন মিত্র তো সাফ বলেছিলেন, “প্যাকের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিন ইমেজে কালি লাগছে।” টাকার বিনিময়ে পদ বিক্রি করা হতো বলেও অভিযোগ করেন তিনি। মদনের কথায়, “তৃণমূলের অনেক পুরনো ছেলে, যারা তৃণমূলের গোদা গোদা নেতা, তারাও অনেকে এরকম টাকা দিয়েছে পদ পাওয়ার জন্য।” যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে শাসকদল। খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরাও। এরইমধ্যে এবার প্রতীক সাক্ষাৎ নিয়ে নতুন করে চড়ছে জল্পনার পারদ। সূত্রের খবর, বুধবার নবান্নে মমতার সঙ্গে প্রায় ঘণ্টাখানের বৈঠক হয়। সেই খবর সামনে আসতেই তীব্র চাপানউতোর। তবে কী ছাব্বিশের রণকৌশল ঠিক করতেই কী এই বৈঠক? জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে।