CM Mamata Banerjee: বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বেতন বাড়ল আশাকর্মীদের
CM Mamata Banerjee: বুধবার সকাল দশটায় দিলেন সেই খবর। বাড়ানো হল অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন। আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বৃদ্ধি পাবে।
কলকাতা: মঙ্গলবারই রাত্রিবেলা ফেসবুকে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি বড় খবর দিতে চলেছেন। বুধবার সকাল দশটায় দিলেন সেই খবর। বাড়ানো হল আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করেন এই সকল কর্মীরা। পাশে থাকেন সব সময়। তাই এবার বেতন বাড়ানো হল তাঁদের।
আগামী এপ্রিল মাস থেকে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি পাবে আশাকর্মীদের। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে ৭৫০ টাকা। বৃদ্ধি হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতনও। এপ্রিল মাস থেকে তাঁরা পাবেন ৫০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। ১ এপ্রিল থেকে সকলের বেতন বাড়ানো হবে।
প্রসঙ্গত, এর আগ রাজ্য বাজেটে মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছিল। বাড়ানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। উল্লেখ্য়, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন গঙ্গার নিচ থেকে মেট্রো পরিষেবা। আবার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি বুধবার বড় কিছু ঘোষণা করতে চলেছেন। এভাবে সোশ্যাল মিডিয়ায় টিজার দিয়ে এর আগে কোনও ঘোষণা করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলত, তিনি কী ঘোষণা করছেন সেই দিকেই তাকিয়ে ছিল বাংলা।